স্থানীয় বাসিন্দারাই খবর দেয় রেল কতৄপক্ষকে ৷ রেলের কাছ থেকে খবর পেয়ে দেখতে পেয়ে সোনারপুর জি আরপি গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে তার মাথায় ও কোমরে আঘাত আছে। দুর্ঘটনা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ছাত্রীর নাম রুবেয়া খাতুন (বয়স ১৭ বছর)। বাড়ি ডায়মন্ডহারবারের কামারপোল এলাকায়। সে জে এম মাথুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল মৃতা।
advertisement
বৃহস্পতিবার সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল সে ৷ সরিষা এলাকায় তার স্কুল। স্কুল থেকে বেরিয়ে বান্ধবীদের সঙ্গে টিউশান পড়তে গিয়েছিল ৷ টিউশান থেকে বেরিয়ে সরিষা মোড়ে দাঁড়িয়েছিল ৷ বান্ধবীদের জানিয়েছিল বাবার সঙ্গে দেখা করবে ৷ সরিষা মোড়েই বাবার দোকান রয়েছে ৷ বাকিরা বাড়ি বাড়ি ফিরে গিয়েছিল ঠিক সময়েই ৷
সাধারণত সন্ধে সাড়ে সাতটা নাগাদ টিউশন পড়ে তার বাড়ি ফেরার কথা ৷ সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় ৷ গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি তাকে ৷ শুক্রবার সকালে সোনারপুর জি আরপি থেকে তারা এই দুর্ঘটনার খবর পেয়েছে মৃতার পরিবার ।