১ সেপ্টেম্বর রাজ্যজুড়ে পালিত হয় পুলিশ দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। সেই মোতাবেক অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ লাইনে সোমবার অনুষ্ঠিত হল এই পুলিশ দিবস। এদিন সকালে জেলা পুলিশ লাইনে বিশেষ মহড়া, প্যারেড-এর মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, অনুষ্ঠানের মাধ্যমে একটি নন আর্মড সেলফ ডিফেন্স ফোর্সকে সম্বর্ধনা জানান হয়। RAF এর ছেলে মেয়েরা জুডো ক্যারাটে শিখে এই পুজোয় করবেন কাজ। ৪৫ জনের দল, ২৫ জন কনস্টেবল এবং ২০ জন মহিলা কনস্টেবল রয়েছেন এই আন আর্মড ফোর্সে। এছাড়াও ১২ টি বুলেট মোটরসাইকেল ট্রাফিকের কাজে নামানো হয় প্যারেডে। তাছাড়াও মহিলা পুলিশ কর্মীদের জন্য চলমান শৌচালয় লঞ্চ করা হয় বাঁকুড়া পুলিশ লাইনে।
advertisement
আরও পড়ুন- পুজোর সময় পরিবারের ছেড়ে চলে যান গ্রামের পুরুষরা! কারণ জানলে চমকে যাবেন
এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাড়াও বাঁকুড়া হেডকোয়াটার আইজি শেষরাম ঝাজারিয়া এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।