TRENDING:

East Bardhaman News: জমি বিক্রি করে বাবার স্বপ্ন পূরণ! হেলিকপ্টার বানিয়ে তাক লাগাল ছেলে

Last Updated:

East Bardhaman News: জমি বিক্রি করে , শখের গাড়ি, মোটরসাইকেল বন্ধক রেখে বাবার স্বপ্ন পূরণ করতে ছেলে তৈরি করল হেলিকপ্টার ।একটা আস্ত হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিলেন পূর্ব বর্ধমানের রেজাউল শেখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: একটা আস্ত হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিলেন পূর্ব বর্ধমানের রেজাউল শেখ। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ঘোলা গ্রামে। তিনি পেশায় একজন গ্যারেজ মেকানিক। শিক্ষাগত যোগ্যতাও কিন্তু খুবই কম । ক্লাস ফাইভে হাফ ইয়ার্লি পরীক্ষা দিয়ে আর স্কুল মুখি হননি রেজাউল বাবু। কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও রেজাউল শেখ করে ফেলেছেন এক মস্ত বড় কাজ । যে কাজের জন্য পূর্ব বর্ধমান জেলা তথা আমাদের রাজ্যে কমবেশি সকলেই ওনাকে চেনেন। তিন বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ পরিশ্রমের পর নিজেই বানিয়ে ফেলেছেন এক মস্ত বড় হেলিকপ্টার। তবে এই হেলিকপ্টার বানানোর পিছনে রয়েছে এক বড় কারণ।
advertisement

এই প্রসঙ্গে রেজাউল শেখ জানান ,”এই হেলিকপ্টার বানানোর কাজ শুরু করেছি প্রায় তিন বছর পার হয়ে গেছে। আমার নিজস্ব কোনও চিন্তা ভাবনা নেই আমার বাবার স্বপ্ন ছিল। বাবা আমাকে বলেছিলেন আমি বাবার স্বপ্ন পূরণ করেছি । আমার বাবার ইচ্ছা ছিল এমন একটা কিছু করতে যে সারা দেশের লোক জানবে, চিনবে । আর এই চিন্তা ভাবনা নিয়েই হেলিকপ্টার বানানো শুরু করেছি তিন বছর হয়ে গেল।”এখনও পর্যন্ত হেলিকপ্টার তৈরি করতে তাঁর লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলেই জানিয়েছেন। টাকা জোগাড় করতে বন্ধক রেখেছেন নিজের শখের চারচাকা গাড়ি এবং মোটরসাইকেল এমনকি তিন বিঘা জমি বিক্রি করতে হয়েছে।

advertisement

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

অদম্য ইচ্ছা শক্তি এবং দীর্ঘ তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে রেজাউল শেখ এই হেলিকপ্টার তৈরি করেছেন।প্রায় ১ বছর আগে তাঁর বড় মেয়েকে একটি দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়।তারপর বেশ কয়েক মাস হেলিকপ্টার তৈরির কাজ বন্ধ রেখেছিলেন তিনি।

advertisement

View More

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

আবার রেজাউল নতুন করে হেলিকপ্টার তৈরির কাজে হাত লাগিয়েছেন। হেলিপ্টারে লাগানো হাতে তৈরি ব্লেড পাল্টে তিনি নতুন ব্লেড লাগাবেন বলে ঠিক করেন। ইতিমধ্যেই সেই ব্লেডও চলে এসেছে তাঁর বাড়িতে। । তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর এই কাজ প্রায় শেষের দিকে। আর কয়েকদিনের মধ্যেই রেজাউল শেখ তাঁর নিজের তৈরি হেলিকপ্টার আকাশে ওড়াবেন।

advertisement

তিনি এই হেলিকপ্টার অন্য কারও হাতে না ছেড়ে , নিজেই পাইলট হিসেবে বসবেন বলেও জানিয়েছেন। বর্তমানে বহু মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়েছে, যে কবে উড়বে এই হেলিকপ্টার। এখন দেখার বিষয় এই কাজের শেষ পরিণতি কী হয় এবং কতটা সফল হয় রেজাউলের এই চেষ্টা ।

advertisement

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: জমি বিক্রি করে বাবার স্বপ্ন পূরণ! হেলিকপ্টার বানিয়ে তাক লাগাল ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল