কিন্তু গতকাল হঠাৎ বাচ্চা হনুমানটিকে কুকুরে কামড়ালে বিপত্তি বাঁধে। আহত বাচ্চাকে নিয়ে সপরিবারে ওই হনুমানের দল আশ্রয় নেয় এলাকার একটি বাড়িতে। গৃহবন্দী হয়ে পড়ে ওই বাড়ির সদস্যরা।ঘটনাটি ঘটেছে মুরারই থানার অন্তর্গত আম্ভুয়া গ্রামের মিঞাঁ পাড়ায়।
রবিবার সকালবেলা ওই হনুমানের বাচ্চাটি কুকুরের কামড়ে আহত হলে আহত ওই বাচ্চা হনুমানটি সহ আরও দুটি হনুমান ওই গ্রামের এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু আহত হনুমানটিকে চিকিৎসা করার কোন সুযোগ দিচ্ছিল না অন্য হনুমান দুটি। চিকিৎসা করতে গেলেই আবারও আক্রমনের ভয়ে তারা তেড়ে আসছিল।
advertisement
হনুমানের দৌরাত্ম্য সত্ত্বেও বাচ্চা হনুমানটির চিকিৎসার জন্য পরিবারের লোকজন যথেষ্ট চেষ্টা চালিয়ে যায় আজ শেষমেশ চিকিৎসা করলেন বাড়ির লোকজন ওষুধ পত্র লাগিয়ে আবার চলে যান হনুমানটি বাড়ির মালিক ডালিম শেষ জানান এই হনুমানটি প্রায় তাদের বাড়িতে আসেন তারা খাবারও দেন খেতে।