জাতীয় সড়কে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। এমন সময় গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া তারপর মুহূর্তে গাড়িটি আগুন গ্রাস করে। আগুন লাগা সেই গাড়ি থেকে কোনওক্রমে বেড়িয়া চালক সহ যাত্রীরা প্রাণ বাঁচায়। ঘটনার জেরে থমকে পড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট গামী লেনে যান চলাচল। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ব্যস্ত সড়কের মধ্যবর্তী স্থানে দাউ দাউ করে জ্বলছে চলন্ত গাড়ি। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 6:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: চলন্ত স্করপিও গাড়িতে আগুন! গাড়িতে তখন পাঁচজন যাত্রী! কোনওমতে প্রাণরক্ষা, ভয়ানক ঘটনা উলুবেড়িয়ায়