আরও পড়ুন- ১ কিলোমিটার হাঁটলে কত ক্যালোরি খরচ হয়? হেঁটে কত দিনে ওজন কমবে? কষে নিন হিসাব
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। এলাকার বাসিন্দারা লাল্টু মাল নামে ওই বহুরূপীকে আটক করে পুলিশকে খবর দেন।পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে নাবালিকার পরিবারের তরফে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
advertisement
বৃহস্পতিবার সকালে গ্রামে ওই বহুরূপী যায়। অভিযোগ, একটি বাড়িতে গিয়ে নাবালিকার সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে ওই বহুরূপী। নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করে। ভয় পেয়ে সরে যায় নাবালিকা। এরপর পাড়ার লোকজনকে জানালে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুটা দূরে আটক করা হয় তাকে। এরপর চড় থাপ্পর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বহুরূপী লাল্টু মাল-কে। যদিও লাল্টু খারাপ আচরণ বা শ্লীলতাহানিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি শুধু করমর্দন করার জন্য হাত বাড়িয়েছিলেন। তাতেই ওই নাবালিকা ভয় পেয়ে বাড়িতে ঢুকে যায়। আমিও সেখান থেকে চলে আসি। শ্লীলতাহানি করার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।
এলাকার বাসিন্দারা বলছেন, ওই বহুরূপী নাবালিকাকে খারাপ খারাপ কথা বলে। তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকার পরিবারের কাছ থেকে ওই কথা শুনে ওই বহুরূপীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আউশগ্রাম থানার পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই বহুরূপী শিল্পীকে গ্রেফতার করে তদন্ত চালানো হচ্ছে।