TRENDING:

বালিতে মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব, উদ্ধার করতে গেলে পুলিশকে লাঠিপেটা,কামড়!

Last Updated:

হাওড়ার বালিতে মানসিক ভারসাম্যহীনের তান্ডব। পথ চলতি মানুষকে আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় এক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: হাওড়ার বালিতে মানসিক ভারসাম্যহীনের তান্ডব। পথ চলতি মানুষকে আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় এক যুবক। গণধোলাই থেকে উদ্ধার করতে এলে কামড় খায় পুলিশও। বাড়তি পাওনা লাঠিপেটা। ধুন্ধুমার লড়াইয়ের পর হাসপাতালে ভর্তি করিয়ে অবশেষে হাঁফ ছাড়ে পুলিশ।
advertisement

মানসিক ভারসাম‍্যহীন যুবকের তাণ্ডবে উত্তাল হাওড়ার বালি। শনিবার দুপুরে হঠাৎই পথচলতি মানুষকে কামড়াতে শুরু করে ললিত চৌধুরী নামে ওই যুবক। জনা কুড়ি পথচলতি মানুষকে কামড়ানোর পর শুরু হয় গণধোলাই। বিহারের সমস্তিপুরের বাসিন্দা ওই যুবককে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেই পুলিশকর্মীদেরও কামড়ে দেয় যুবক। পুলিশের গাড়িতে তুলে কোনও মতে তাকে হাওড়া হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কিন্তু ফের কামড়াতে শুরু করলে যুবককে গাড়িতে রেখেই নেমে যায় পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এরপর শুরু হয় নতুন সমস্যা। ওয়ারলেস হাতের সামনে পেয়ে পুলিশের কন্ট্রোলরুমে নির্দেশ দিতে থাকে সে। এলোপাথাড়ি নির্দেশে সমস‍্যায় পড়ে পুলিশের কন্ট্রোলরুম। অবশেষে তাকে নামিয়ে হাওড়া হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায় পুলিশ। চিকিৎসককেও কামড়ে দেয় যুবক। রক্ষা পায়নি হাসপাতালের রোগীরাও। এরপর কলকাতার প‍্যাভলভ হাসপাতালে আনার জন‍্য তাঁকে প্রিজন ভ‍্যানে তোলার চেষ্টা হয়। পুলিশের লাঠি দেখেই ফের ক্ষেপে যায় যুবক। পুলিশের লাঠি কেড়েই তাদের উপর হামলা চালায়। পনের মিনিট খণ্ডযুদ্ধের পর রণে ভঙ্গ দেয় যুবক। তাকে পাভলভ হাসপাতালে ভর্তি করে হাঁফ ছাড়ে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বালিতে মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব, উদ্ধার করতে গেলে পুলিশকে লাঠিপেটা,কামড়!