দুর্গাপুর এবিএল টাউনশিপ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ স্বর্ণকার। তাঁর বোন উমা দেবী। বিয়ে করেছিলেন বাড়ির অমতে। বিয়ে হয়েছিল দুর্গাপুরের অঙ্গদপুর এলাকার বাসিন্দা রফিক আলমের সঙ্গে। তারপর বছর দুয়েক আগে একদিন হঠাৎ করেই প্রতিবেশী মারফত বোনের মৃত্যু সংবাদ পান। খবর পেয়ে তাঁরা ভেঙে পড়েন। অন্যদিকে সেই সময় থেকে খোঁজ নেই তাদের ভাগ্নে-ভাগ্নির। তাই এমন পদক্ষেপ করলেন প্রসেনজিৎ বাবু।
advertisement
এবিএল টাউনশিপের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। এই ঘটনা দেখে রীতিমতো চমকে গিয়েছেন শহরের মানুষ। প্রসেনজিৎ স্বর্ণকার ও তার বাড়ির সদস্যদের অনুমান, উমা দেবীকে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন প্রশাসনিক দফতরে জানিয়েছেন। কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে খোলসা হয়নি। খোঁজ পাওয়া যায়নি বোনের ছোটছোট ছেলে মেয়ের। তাই তিনি সুবিচারের আশায় বেরিয়ে পড়েছেন রাজ্যপালের কাছে দ্বারস্থ হতে।
প্রসেনজিৎ বাবুর পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা চান উমা খাতুনের মৃত্যুর সঠিক কারণ সামনে আসুক। যদি খুন করা হয়ে থাকে, যেন তাঁদের উপযুক্ত কঠোর শাস্তি হয়। অন্যদিকে তাঁর ছেলেমেয়েকে যাতে সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধার করা যায়, সেই বিষয়টি দাবিও জানিয়েছেন তাঁরা।