TRENDING:

North 24 Parganas News: ডিমের গায়ে এত কিছু লিখলেন শিল্পী! করলেন রেকর্ডও

Last Updated:

North 24 Parganas News: ছোটবেলা থেকেই বিভিন্ন ছোট ক্ষুদ্র জিনিসের উপর নিজের হাতের শিল্পকর্মের দক্ষতা ফুটিয়ে তুলতেন শিল্পী রতন কুমার সাহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ছোটবেলা থেকেই শিল্প সত্তা নিয়ে বড় হয়ে উঠা সীমান্ত এলাকার এই শিল্পীর হাতের কাজের অবশেষে মিলল স্বীকৃতি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠলমাইক্রো আর্ট অর্থাৎ অনু-শিল্পী রতন কুমার সাহার নাম। বাগদা ব্লকের সিন্দ্রিনী এলাকার হরিনগর গ্রামের বাসিন্দা রতনবাবুর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে উঠতেই খুশির হাওয়া পরিবারে।
advertisement

ছোটবেলা থেকেই বিভিন্ন ছোট ক্ষুদ্র জিনিসের উপর নিজের হাতের শিল্পকর্মের দক্ষতা ফুটিয়ে তুলতেন শিল্পী রতন কুমার সাহা। এই ভাবেই কোন সময় চকের উপর নেতাজির মূর্তি, ডালের ওপর মনীষীদের ছবি, ডিমের গায়ে ১৬ হাজার শব্দ এমনকি এক টাকার ডাক টিকিটের উপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কবিতা লিখে রীতিমত সকলের নজর কেড়েছিলেন এই শিল্পী।

advertisement

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি মিলল প্রান্তিক এলাকার এই শিল্পীর শিল্প সৃষ্টিতে। রতন বাবু, সিন্দ্রানি নিবেদিতা শিশু বিদ্যাপীঠে বেসরকারি কাজে কর্মরত। স্ত্রী সন্তান নিয়ে কোন রকমে চলে সংসার। বেসরকারি কাজের পাশাপাশি ড্রইং ক্লাস টিউশন করিয়াই ছেলেমেয়েদের বড় করছেন পাশাপাশি নিজের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনু শিল্পী রতন কুমার সাহা।

advertisement

View More

আগামী দিনে আরও নতুন কিছু সৃষ্টি করে ওয়ার্ল্ড রেকর্ড করার ইচ্ছা থাকলেও, বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক সমর্থ। তবু নিজের এই শিল্প সৃষ্টির কাজ দিয়েই একদিন দেশের মধ্যে নিজের নাম উজ্জ্বল করতে চান অনু শিল্পী রতন কুমার সাহা।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Rudra Nrayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ডিমের গায়ে এত কিছু লিখলেন শিল্পী! করলেন রেকর্ডও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল