ছোটবেলা থেকেই বিভিন্ন ছোট ক্ষুদ্র জিনিসের উপর নিজের হাতের শিল্পকর্মের দক্ষতা ফুটিয়ে তুলতেন শিল্পী রতন কুমার সাহা। এই ভাবেই কোন সময় চকের উপর নেতাজির মূর্তি, ডালের ওপর মনীষীদের ছবি, ডিমের গায়ে ১৬ হাজার শব্দ এমনকি এক টাকার ডাক টিকিটের উপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কবিতা লিখে রীতিমত সকলের নজর কেড়েছিলেন এই শিল্পী।
advertisement
দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি মিলল প্রান্তিক এলাকার এই শিল্পীর শিল্প সৃষ্টিতে। রতন বাবু, সিন্দ্রানি নিবেদিতা শিশু বিদ্যাপীঠে বেসরকারি কাজে কর্মরত। স্ত্রী সন্তান নিয়ে কোন রকমে চলে সংসার। বেসরকারি কাজের পাশাপাশি ড্রইং ক্লাস টিউশন করিয়াই ছেলেমেয়েদের বড় করছেন পাশাপাশি নিজের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনু শিল্পী রতন কুমার সাহা।
আগামী দিনে আরও নতুন কিছু সৃষ্টি করে ওয়ার্ল্ড রেকর্ড করার ইচ্ছা থাকলেও, বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক সমর্থ। তবু নিজের এই শিল্প সৃষ্টির কাজ দিয়েই একদিন দেশের মধ্যে নিজের নাম উজ্জ্বল করতে চান অনু শিল্পী রতন কুমার সাহা।
Rudra Nrayan Roy