TRENDING:

Picnic: নৌকা ফুটো হয়ে ঢুকে এল ডুমা বাওরের জল! ভালবাসার দিনে মর্মান্তিক মৃত্যু, হাহাকার-কান্না

Last Updated:

Valentine's Day Death: ৮-১০ বন্ধু মিলে উত্তর ২৪ পরগণার ডুমার বাওড়ে গিয়েছিলেন পিকনিক করতে। সেখানে নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম স্মরজিৎ সাহা। তিনি গাইঘাটা থানার চাঁদপাড়ার দেবীপুরের বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: ৮-১০ বন্ধু মিলে উত্তর ২৪ পরগণার ডুমার বাওড়ে গিয়েছিলেন পিকনিক করতে। সেখানে নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম স্মরজিৎ সাহা। তিনি গাইঘাটা থানার চাঁদপাড়ার দেবীপুরের বাসিন্দা।
ডুমা বাওর। সংগৃহীত ছবি।
ডুমা বাওর। সংগৃহীত ছবি।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমার বাওড়ে ৮-১০জন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন স্মরজিৎ। বাওড়ে বন্ধুরা মিলে দুটি নৌকা নিয়ে নৌকা বিহারে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝ বাওড়ে তাঁরা লক্ষ্য করেন তাদের নৌকায় জল ঢুকতে শুরু করেছে। সেই সময় আতঙ্কিত হয়ে কয়েকজন নৌকা থেকে লাফ দেন। হুড়োহুড়িতে ডুবে যায় নৌকা।

advertisement

আরও পড়ুনঃ শীত শেষের এই শাক শুক্রাণুর ‘পরম বন্ধু’, এই মরশুমে কয়েকদিন পাতে রাখুন, পুরুষরা পাবেন ‘হর্স পাওয়ার’

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

জানা গিয়েছে, স্মরজিৎ সাতার না জানায় জলে ডুবে যেতে থাকে সে। তখন তাঁকে বাকিরা উদ্ধার করে বাওড়ের পাড়ে নিয়ে আসে। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Picnic: নৌকা ফুটো হয়ে ঢুকে এল ডুমা বাওরের জল! ভালবাসার দিনে মর্মান্তিক মৃত্যু, হাহাকার-কান্না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল