স্থানীয় সূত্রে খবর, দেগঙ্গা আজিজ নগরে একটি পোড়ো বাড়িতে বছর দেড়েক ধরে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হতেই কৌতুহল সৃষ্টি হয় প্রতিবেশীদের মনে, গোপনীয়তা অবলম্বন করে সুড়ঙ্গ তৈরির কাজ করেন। প্রতিবেশীদের অভিযোগ গুপ্তধনের সন্ধানে রাতের অন্ধকারে গোপনীয়তার সঙ্গে এই সুড়ঙ্গ তৈরির কাজ করেন। অন্য দিকে বাড়ির মালিক তরুণ কান্তি চৌধুরীর দাবি তান্ত্রিকদের কাছে তিনি জানতে পেরেছিলেন বাড়ির মধ্যে পোঁতা আছে নর-কঙ্কাল, তার সন্ধানে এই সুড়ঙ্গ তৈরি চিন্তাভাবনা।
advertisement
প্রতিবেশীরা অভিযোগ করেন থানায় আর তাতেই পুলিশ প্রশাসন এলাকায় গিয়ে সুড়ঙ্গ তৈরীর কাজে বাধা দেন। প্রতিবেশীদের অবশ্য দাবি, অমাবস্যা, পূর্ণিমার রাতে গা-ছমছম করা পরিবেশে বিভিন্ন তান্ত্রিকদের আনাগোনা হয় এই এলাকায়। যা নিয়ে আরও সন্দেহ দানা বাঁধে প্রতিবেশীদের মনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2022 9:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bizzare: দেড় বছর ধরে সুড়ঙ্গ খুঁড়ছে প্রতিবেশী! গুপ্তধন না অন্য কিছু, থানা পুলিশ করতেই এল চমকপ্রদ তথ্য