TRENDING:

West Bengal Election 2021: ভোটের শুরুতেই ইভিএম বিভ্রাট, ১ ঘণ্টায় ৯০ ইভিএম বিকল, বন্ধ ভোটগ্রহণ

Last Updated:

প্রথম ১ ঘণ্টায় ৯০টি ইভিএম বিকল হয়ে একাধিক জায়গায় বন্ধ ভোটগ্রহণ। তার মধ্যে ইতিমধ্যে ৩৪ টি ইভিএম বদল করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চন্দ্রকোনাঃ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) প্রথম দফার (West bengal Election 2021 First Phase) ভোটগ্রহণ শুরু। আজ রাজ্যের পাঁচ জেলার ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রথম ১ ঘণ্টায় ৯০টি ইভিএম (EVM Machine) বিকল হয়ে একাধিক জায়গায় বন্ধ ভোটগ্রহণ। তার মধ্যে  ইতিমধ্যে ৩৪ টি ইভিএম বদল করা হয়েছে। সূত্রের খবর, ১.৫% কন্ট্রোল ইউনিট ও ভিভিপ্যাডে সমস্যা দেখা গিয়েছে।
advertisement

কোথায় কোথায় খারাপ EVM খারাপ হলঃ

*গড়বেতা ১ নম্বর ব্লকের নলপায় ইভিএম বিকল।

*চন্দ্রকোণার একাধিক বুথে ইভিএম খারাপ। ২১৫ এ, ২১৩, ২৩৪ নম্বর বুথে ভোটগ্রহণে দেরি হয়।

*পুরুলিয়ার কস্তুরবা বালিকা বিদ্যালয়ের বুথে ভোটগ্রহণ হওয়ার পরেই ইভিএম বিকল হয়ে যায়।

*পুরুলিয়ার ১৩২ নম্বর বুথে ভোটগ্রহণে দেরি।

*কাঁথির কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনের বুথে ইভিএম সমস্যা।

advertisement

*কেশিয়াড়ির অর্জুনগেড়িয়ায় ২২১ নম্বর বুথে ইভিএম বিকল।

*বাঘমুণ্ডির গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে ২ নম্বর বুথে ইভিএম খারাপ।

*রঘুনাথপুর বিধানসভার হাটতলা হিন্দি ফ্রি প্রাইমারি স্কুলে ইভিএম বিকল হয়ে বন্ধ রয়েছে ভোট গ্রহণ।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

*ইভিএম খারাপ, প্রিসাইডিং আধিকারিক অসুস্থ। দক্ষিণ কাঁথির একটি বুথে বন্ধ ভোটগ্রহণ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: ভোটের শুরুতেই ইভিএম বিভ্রাট, ১ ঘণ্টায় ৯০ ইভিএম বিকল, বন্ধ ভোটগ্রহণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল