বিশেষ সূত্রে জানা যায়, মোড়গ্রামে ১২ নং জাতীয় সড়কের ওপর একটি লরি খারাপ হয়ে যায়। আর তারপরেই রাস্তার যানজট কমানোর কাজ করছিলেন রাজকুমার কর্মকার নামে ওই পুলিশ অফিসার। সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে সামনে থাকা একটি লরিকে।
বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!
advertisement
তখনই দুর্ঘটনার শিকার হন কর্তব্যরত পুলিশ। সেখানেই লুটিয়ে পড়েন ওই পুলিশ অফিসার। তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়।
জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই সাগরদিঘির ট্রাফিক পদে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজকুমার কর্মকার। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘির বেশ কিছুটা এলাকা জাতীয় সড়কের অধীনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়গ্রাম ট্রাফিক মোড়। একদিকে যাচ্ছে বীরভূম অন্যদিকে যাচ্ছে বহরমপুর। গুরুত্বপূর্ণ মোড়েই যানজট হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। যানজট নিয়ন্ত্রণে আনতে গিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। যদিও ঘাতক ডাম্পারকে আটক করেছে পুলিশ বলেই জানা গিয়েছে।
কৌশিক অধিকারী