এই ঘটনায় আতঙ্কের মধ্যে পড়েন সাধারণ মানুষ। তার কারণ ওই এলাকাতেই বেশ কিছুদিন ধরে সাপের উপদ্রব বেড়েছে। এমনকি ওই এলাকাতে কয়েকটি বিষধর সাপও উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেন পরিবেশ প্রেমী মঙ্গল সাউকে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি মঙ্গলবাবু এবং তার সহকর্মীদেরকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় তারা চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করেন।
advertisement
আরও পড়ুন- গুরুতর অসুস্থ হিনা খান, রোজা চলাকালীন হঠাৎ কী হল? কাতর আর্জি নায়িকার, বাড়ছে উদ্বেগ!
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দিনই এখন বিষধর সাপ বের হচ্ছে। যা দেখে সাধারণ মানুষেরা আতঙ্কের মধ্যে পড়ছেন। এমনকি যেকোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে। হঠাৎই ওই ব্যক্তির বাগানে কয়েকজন সাপটিকে উদ্ধার করা হয়।
অন্যদিকে পরিবেশপ্রেমী মঙ্গল সাউ জানিয়েছেন, স্থানীয় এলাকার মানুষেরা সাপ উদ্ধারের কথা বলেন। এই খবর পাওয়া মাত্রই অজিত বাবুর বাগান থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করি। তিনি জানান, এই সাপ তিনি বন বিভাগে আধিকারিকদের হাতে তুলে দেবেন। মঙ্গলবাবু শুধু আজকের নয় গোটা মহকুমা জুড়ে বিভিন্ন সময় মানুষের জীবনের হাত থেকে বাঁচাতে ঝুঁকি নিয়ে এই কাজ করে থাকেন।
suvojit Ghosh