TRENDING:

Train Cancel: কালীপুজোর আগেই চরম বিপত্তি! বাতিল একগুচ্ছ ট্রেন, চরম ভোগান্তি যাত্রীদের, রাস্তায় বেরনোর আগে জানুন

Last Updated:

Train Cancel: রেলের ট্রেন বাতিলের সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষত কালীপুজোর ঠিক আগে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আবারও একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল। জানা যায়, এক সপ্তাহব্যাপী রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের কারণে আদ্রা ডিভিশনের বহু রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে, আজ ১৩ অক্টোবর (সোমবার) থেকে আগামী ১৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত ‘রোলিং ব্লক’ কার্যকর থাকবে। রেলের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, ‘রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কারণে মোট ৪ ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।’
আদ্রা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল
আদ্রা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল
advertisement

আজ ১৩ অক্টোবর ও আগামী ১৪ ও ১৯ অক্টোবর বাতিল থাকবে, ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ১৪, ১৭ ও ১৮ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু প্যাসেঞ্জার। আগামী ১৭ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ১৯ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার।

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! দীপাবলির আগে ভয়ঙ্কর বিপর্যয়, এই ৩ রাশির জীবন ছারখার

advertisement

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ১৪ অক্টোবর টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-আসানসোল-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

আরও পড়ুন-দীপাবলিতেই খুলবে পোড়া কপাল…! লাল কাপড়ে মুড়ে রাখুন ‘এই’ জিনিস, দু-হাত ভরে আসবে বিপুল টাকা, বছরভর ধন-সম্পদের ফোয়ারা

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ৩ ও ৫ অক্টোবর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

advertisement

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আগামী ১৪ ও ১৭ অক্টোবর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভজুডি-শালিমার মেমু এক্সপ্রেসের। আগামী ১৩ ও ১৪ অক্টোবর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-ভজুডি-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বিলম্বে যাত্রাপথ। আগামী ১৯ অক্টোবর বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৯০ মিনিট বিলম্বে ছাড়বে। পথ পরিবর্তন। আগামী ১৫ অক্টোবরে টাটানগর–হাটিয়া এক্সপ্রেস চাণ্ডিল–পুরুলিয়া-কোটশিলা-মুরি রুটের পরিবর্তে চাণ্ডিল-গুণ্ডা বিহার–মুরি রুটে চলবে। এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষত কালীপুজোর ঠিক আগে এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Cancel: কালীপুজোর আগেই চরম বিপত্তি! বাতিল একগুচ্ছ ট্রেন, চরম ভোগান্তি যাত্রীদের, রাস্তায় বেরনোর আগে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল