বুধবার বিজেপির ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছিল। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগে ছিল এই বনধ। সেই বনধ অব্যাহত রাখতে বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকেরা হাতে পতাকা নিয়ে বেরিয়েছিলেন রাস্তায়। নানা দিক থেকে আসে অশান্তির খবরও। এত অশান্তি ও চিন্তারর মাঝে হনুমানদের পথ ‘অবরোধের’ খবর একটি হলেও হাসি ফুটিয়েছে সকলের মুখে।
advertisement
আরও পড়ুনঃ India vs Bangladesh: যা এর আগে খুব একটা দেখা যায়নি টিম ইন্ডিয়ায়, এবার সেই পথেই হাঁটতে পারেন গম্ভীর
নদিয়ার মহেশগঞ্জ এলাকায় আচমকাই এক দল হনুমানকে রাস্তায় দেখতে পাওয়া যায়। তখনই তাদের দেওয়া হয় বিস্কুটের প্যাকেট। সেই বিস্কুট খেতেই সমস্ত হনুমানেরা একদল বেঁধে বসে পড়ে রাস্তায়। আর এই দৃশ্য দেখতেই রীতিমত রাস্তার দুপাশে ভিড় করেছেন সাধারণ মানুষেরা। কেউ কেউ বিষয়টিকে মজার ছলেও নেন। নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।
Mainak Debnath