জানা গিয়েছে, ভাই এর সঙ্গে টিউশন পড়ে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক শিশুকন্যার। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আরও এক শিশু। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঠানপাড়া গ্ৰামে।
advertisement
লম্বা, চ্যাপ্টা নাকি গোল? নখের গড়ন চিনিয়ে দেবে আপনি কেমন মানুষ! মিলিয়ে দেখে নিন
পুলিশ জানিয়েছে মৃত শিশুকন্যার নাম দিয়া খাতুন। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার ভাইকে সঙ্গে নিয়ে সাইকেল করে স্থানীয় হাপিনা গ্ৰামে টিউসন পড়ে বাড়ি ফেরার পথে পাঠানপাড়া গ্ৰামের কাছে পিছন দিক থেকে একটি ট্রাক্টর ধাক্কা মারে। তার জেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় মাত্র ৯ বছর বয়সি দিয়া খাতুনের। ঘটনায় মৃত শিশুকন্যার ভাই রিয়াজুল সেখকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বড়ঞা গ্ৰামিন হাসপাতালে ভর্তি করে। পড়ে চিকিৎসকেরা সেখান থেকে আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনায় ঘাতক ট্রাক্টর ও চালক কে আটক করেছে বড়ঞা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, গান শুনে ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় আহত আরও এক। ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার অন্তর্গত হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোস্তফা সেখ ।ঘটনায় মানোয়ারা মীর নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। মৃতের পরিবারের দাবি, স্থানীয় কান্দরা গ্ৰামে একটি অনুষ্ঠান দেখে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে বড়ঞা থানার বৈদনাথপুর এলাকায় পিছন দিকে আসা একটি ১০ চাকা ট্রাক মটর বাইককে পিষে দিয়ে চলে যায়। মৃত বাইক আরোহিকে পড়ে স্থানীয়রা দু’জনকে তড়িঘড়ি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। ঘটনায় আহত আরও একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার কারণে মৃত্যু হলেও এখনও পর্যন্ত ঘাতক ট্রাক চিহ্নিতকরণ করতে পারেনি পুলিশ। আটক হয়নি গাড়ির চালক। স্থানীয়দের দাবি দুর্ঘটনা ঘটনার পর গাড়ি ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়।
কৌশিক অধিকারী