লম্বা, চ্যাপ্টা নাকি গোল? নখের গড়ন চিনিয়ে দেবে আপনি কেমন মানুষ! মিলিয়ে দেখে নিন
- Published by:Tias Banerjee
Last Updated:
Personality Test: সবার নখের গড়ন আলাদা আলাদা। গোল, চওড়া, চ্যাপ্টা, লম্বা, থ্যাবড়া--- নানা রকম নখ মানুষের হাতে দেখা যায়। জানেন, এই নখেই লুকিয়ে থাকে ব্যক্তিত্বের ধরণ।
advertisement
advertisement
কাউকে ভাল লাগলে আমরা হেসে কথা বলি, তার সঙ্গে আবার দেখা করি। কাউকে ভাল লাগলে তার প্রকৃতিই আমাদের আকর্ষণ করে। অন্যদিকে, আমরা যদি এই ব্যক্তিকে খুব বেশি পছন্দ না করি, তাহলে সে আমাদের খারাপ কথা বলতে শুরু করে। তবে, শুধুমাত্র প্রকৃতির উপর ভিত্তি করে ব্যক্তিত্বকে সঠিকভাবে মূল্যায়ন করা কিছুটা কঠিন। এমন পরিস্থিতিতে অন্যান্য উপায়ও রয়েছে, যার মাধ্যমে ব্যক্তিত্ব পরীক্ষা করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement