TRENDING:

শিক্ষিত হলেও জোটেনি চাকরি! 'বিকল্প' আয়ের পথেই বাজিমাত জঙ্গলমহলের কন্যার, অনুপ্রাণিত করবে কাহিনী

Last Updated:

পশ্চিমবঙ্গে চাকরির দুর্দশার কারণে স্বাগতা বেছে নিয়েছেন বিকল্প আয়ের পথ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গলমহল, ঝাড়গ্রাম, রাজু সিংঃ উচ্চশিক্ষিত হলেও মেলেনি চাকরি! এবার হাতের কাজের মাধ্যমে তাক লাগালেন জঙ্গলমহলের বিনপুরের নেয়ে স্বাগতা চক্রবর্তী। হাতে তৈরি রাখি বানিয়েই তিনি হয়ে উঠেছেন স্বাবলম্বী, খুঁজে নিয়েছেন আয়ের পথ।
বিকল্প আয়ের পথ বেছে নিয়েছেন জঙ্গলমহলের কন্যা। প্রতীকী ছবি
বিকল্প আয়ের পথ বেছে নিয়েছেন জঙ্গলমহলের কন্যা। প্রতীকী ছবি
advertisement

ইংরেজিতে স্নাতক, ঝুলিতে রয়েছে স্নাতকোত্তরের ডিগ্রি। কিন্তু পশ্চিমবঙ্গে চাকরির দুর্দশার কারণে স্বাগতা বেছে নিয়েছেন বিকল্প আয়ের পথ। রাখি, গহনা, ক্লে দিয়ে নানান সুন্দর জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জঙ্গলমহলের এই কন্যা।

আরও পড়ুনঃ ‘বেরিয়ে যান…’! এলাকাবাসীর কথা শুনেই ফুঁসে উঠলেন প্রধান! কী এমন দাবি করেছিলেন স্থানীয়রা?

স্বাগতা বলেন, বছর দুয়েক আগে, 2023 সালে প্রথমবার রংবেরঙের নানান সুন্দর সুন্দর রাখি বানিয়েছিলেন, সেগুলি বেশ সাড়া ফেলে দেয়। গত বছর সেই রেশ না থাকলেও, চলতি তাঁর বানানো রাখির কদর বেড়েছে। জঙ্গলমহলের এই মেয়ের হাতে তৈরি রাখি বেশ পছন্দ করছেন মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রংবেরঙের নানা রাখি, তার উপর লেখা ভাই বা দাদা। রাখির দিনে এমন সুন্দর রাখি পেয়ে যে কোনও ব্যক্তির মুখে হাসি ফুটতে পারে। স্বাগতা জানান, গত বছর তাঁর হাতে তৈরি জিনিস ঝাড়গ্রাম আর্ট একাডেমির প্রদর্শনীতেও রেখেছিলেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিক্ষিত হলেও জোটেনি চাকরি! 'বিকল্প' আয়ের পথেই বাজিমাত জঙ্গলমহলের কন্যার, অনুপ্রাণিত করবে কাহিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল