ইংরেজিতে স্নাতক, ঝুলিতে রয়েছে স্নাতকোত্তরের ডিগ্রি। কিন্তু পশ্চিমবঙ্গে চাকরির দুর্দশার কারণে স্বাগতা বেছে নিয়েছেন বিকল্প আয়ের পথ। রাখি, গহনা, ক্লে দিয়ে নানান সুন্দর জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জঙ্গলমহলের এই কন্যা।
আরও পড়ুনঃ ‘বেরিয়ে যান…’! এলাকাবাসীর কথা শুনেই ফুঁসে উঠলেন প্রধান! কী এমন দাবি করেছিলেন স্থানীয়রা?
স্বাগতা বলেন, বছর দুয়েক আগে, 2023 সালে প্রথমবার রংবেরঙের নানান সুন্দর সুন্দর রাখি বানিয়েছিলেন, সেগুলি বেশ সাড়া ফেলে দেয়। গত বছর সেই রেশ না থাকলেও, চলতি তাঁর বানানো রাখির কদর বেড়েছে। জঙ্গলমহলের এই মেয়ের হাতে তৈরি রাখি বেশ পছন্দ করছেন মানুষ।
advertisement
রংবেরঙের নানা রাখি, তার উপর লেখা ভাই বা দাদা। রাখির দিনে এমন সুন্দর রাখি পেয়ে যে কোনও ব্যক্তির মুখে হাসি ফুটতে পারে। স্বাগতা জানান, গত বছর তাঁর হাতে তৈরি জিনিস ঝাড়গ্রাম আর্ট একাডেমির প্রদর্শনীতেও রেখেছিলেন।