অত্যন্ত অভাবী এবং কৃষি পরিবারের ছেলে দীপের ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পরেই দীপ ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর হিসেবে কাজে যোগদান করেন। হায়দরাবাদ প্রথম পোস্টিং, তার পর সাত মাস বাদে বাড়ি এসে অসম, অরুণাচল প্রদেশ। দ্বিতীয়বারের জন্য বাড়িতে আসা গত ফেব্রুয়ারি মাসে। এর পর তিনি কর্তব্যরত ছিলেন জম্মুতে।
advertisement
আরও পড়ুন- বেন স্টোকসই কি জাদেজা-সুন্দরের সঙ্গে হাত মেলাতে চাননি? সামনে এল ম্যাচের পর গিলের বিবৃতি
পহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের ভারতীয় পর্যটকদের গুলি করে খুনের পর ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিশেষ এক ট্রেনিং দেওয়া হয়। তার পর অপারেশন সিঁদুর, তাতে ছিলেন দীপ বিশ্বাসও।
সেই সময় পরিবারের সঙ্গে অনিয়মিত যোগাযোগ ছিল তাঁর। এমনকী পরিবার দুশ্চিন্তায় থাকবে বলে অনেক কথাই গোপান করেন। এদিন গ্রামে আসার পর বিদ্যালয়ের বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, স্থানীয় ক্লাবের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন।
Mainak Debnath