TRENDING:

Bagtui Case: বগটুই কাণ্ড; লালন শেখের পোষ্য ছিল ৯ দিন না খেয়ে! সিবিআই তালা ভেঙে ঢুকতেই যা দেখল...

Last Updated:

Bagtui Case: দেখলেন লালনের তালা বন্ধ বাড়ির ভিতরে রয়ে গিয়েছে তাঁদের পোষ্য কুকুরটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাগটুই: অভিযুক্তের পোষ্য কুকুর। বগটুই কাণ্ডের পর থেকে উধাও ঘটনার অন্যতম অভিযুক্ত লালন শেখ ও তাঁর পরিবার। এর আগেও বেশ কয়েকবার খোঁজ করে লালনের হদিশ পাওয়া যায়নি। কিন্তু বৃহস্পতিবার খোঁজ পাওয়া গেল লালনের পোষ্যের। আর সেই পোষ্যকে উদ্ধার করলেন সিবিআই আধিকারিকরা। তুলে দিলেন প্রতিবেশী পরিবারের হাতে।
তবে এই কারণটি ছাড়াও অন্য বেশ কিছু কারণ থাকতে পারে এই ঘটনার পিছনে। অনেকেই মনে করেন, অনেক সময়ে কোনও গাড়ির ধাক্কায় একই দলের অন্য কোনও কুকুর আহত হলে সেই ধরনের গাড়ির দিকে তেড়ে যেতে পারে সঙ্গী কুকুরের দল।
তবে এই কারণটি ছাড়াও অন্য বেশ কিছু কারণ থাকতে পারে এই ঘটনার পিছনে। অনেকেই মনে করেন, অনেক সময়ে কোনও গাড়ির ধাক্কায় একই দলের অন্য কোনও কুকুর আহত হলে সেই ধরনের গাড়ির দিকে তেড়ে যেতে পারে সঙ্গী কুকুরের দল।
advertisement

বৃহস্পতিবার লালনের তালাবন্ধ বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। জেলা পুলিশের উপস্থিতিতে চলা এই অভিযানে গিয়ে সিবিআই আধিকারিকরা দেখেন, বাড়ি তালাবন্দি, কিন্তু ভিতর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে কুকুরের ডাক। এই অবস্থায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য জেলা পুলিশের উপস্থিতিতেই বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। আর প্রবেশ করে যা দেখলেন তাঁরা, তাতে অবাক হওয়ার জোগাড়।

advertisement

আরও পড়ুন: ভারতীয় নয়, মদ খায় মহাপাপীরা! কেন এমন বললেন নীতীশ কুমার?

দেখলেন লালনের তালা বন্ধ বাড়ির ভিতরে রয়ে গিয়েছে তাঁদের পোষ্য কুকুরটি। তাঁরা দেখেন, গুটি মেরে শুয়ে আছেন একটি জার্মান শেপার্ড। কয়েকদিনের অনাহারে সে দুর্বল হয়ে পড়েছে। বছর দেড়েক বয়সের এই কুকুরটি শেষ ৯ দিন ধরে বন্দি রয়েছে ওই বাড়িতেই। সিবিআই আধিকারিকরা এসেই সেই পোষ্যটিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তাঁরা জানান, এই পোষ্যটির খাওয়া মোটেই জোটেনি। এত দিন ঘরের মধ্যেই থাকতে হয়েছে তাঁকে। উদ্ধার করে বাইরে নিয়ে এসে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। তাঁরা ঠিক করেন, প্রতিবেশী বাবর আলির বাড়িতেই থাকবে এই কুকুরটি।

advertisement

আরও পড়ুন: করোনা-কালে এই ওষুধটি খেয়েছেন প্রায় সকলেই, এবার গবেষণায় উঠে এল মারাত্মক তথ্য!

তবে প্রতিবেশী যে পরিবারে স্থান হয়েছে এই পোষ্যের, তাঁরাও বেশিদিন রাখতে পারবেন না সারমেয়টিকে। বাবর বলেছেন, আপাতত ১০ দিন তাঁরা কুকুরটিকে রাখতে পারবেন, কিন্তু তার বেশি রাখা তাঁদের পক্ষে সম্ভব নয়। বাবরের বক্তব্য, তাঁদের নিজেদের খাবার জোগাড় করতেই কষ্ট করতে হয়। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় রোজ। এ হেন অবস্থায় একটি পোষ্যকে খাওয়ার দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। তবে ১০ দিন পর মানুষের সংস্পর্শে এসে ও দুপুরে দুটি দুধ-ভাত খেয়ে আপাতত যেন নতুন করে জীবন ফিরে পেল লালন শেখের পোষ্যটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Akshay Dhibar

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bagtui Case: বগটুই কাণ্ড; লালন শেখের পোষ্য ছিল ৯ দিন না খেয়ে! সিবিআই তালা ভেঙে ঢুকতেই যা দেখল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল