TRENDING:

পঞ্চায়েতে সিপিএম ও বিজেপির প্রার্থী একই মহিলা

Last Updated:

একদিকে সিপিএম, অন্যদিকে বিজেপি। পঞ্চায়েত ভোটের লড়াইয়ে দুই মেরুতে দুই দল। কিন্তু দু’দলেরই প্রার্থী একজন। শুনে অবাক হলেও আমতার কল্যাণপুর পঞ্চায়েতের রাকশিট গ্রামে এমনটাই ঘটেছে। ৪ নং বুথে সিপিএম ও বিজেপি দুদলেরই প্রার্থী জ্যোৎস্না সেনাপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: একদিকে সিপিএম, অন্যদিকে বিজেপি। পঞ্চায়েত ভোটের লড়াইয়ে দুই মেরুতে দুই দল। কিন্তু দু’দলেরই প্রার্থী একজন। শুনে অবাক হলেও আমতার কল্যাণপুর পঞ্চায়েতের রাকশিট গ্রামে এমনটাই ঘটেছে।  ৪ নং বুথে সিপিএম ও বিজেপি দুদলেরই প্রার্থী জ্যোৎস্না সেনাপতি।
advertisement

আরও পড়ুন  :   ছাত্রাবাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্য়া আইআইটি ছাত্রের

উলুবেড়িয়ার আমতার কল্যাণপুর পঞ্চায়েতের রাকশিট গ্রামের বাসিন্দা জ্যোৎস্না সেনাপতি। পেশায় আইসিডিএস কর্মী। জ্যোৎস্নাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয় সিপিএম। ৪ নং বুথে সিপিএমের প্রার্থী হতে রাজিও হয়ে যান জ্যোৎস্না। জমা দেন মনোনয়নপত্র। পরে আবার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জ্যোৎস্না। মনোনয়নপত্র পরীক্ষার সময় তা নজরে আসে নির্বাচন কর্মীদের।

advertisement

আরও পড়ুন  :  তীব্র জলসংকটে ভুগবে দেশ, স্যাটেলাইট গবেষণায় দাবি

জ্যোৎস্নার সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে বিজেপি ও সিপিএম দুদলই। ভোটে এর পড়বে না বলেই দাবি বিজেপি নেতৃত্বের। মুখ খুলতে নারাজ সিপিএম। তৃণমূলের কটাক্ষ, বিরোধীরা প্রার্থী না পেয়েই একজনকে নিয়ে টানাটানি করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই পরিস্থিতিতে তিনি কোন দলের হয়ে লড়বেন বা আদৌ ভোটে প্রার্থী থাকবেন কিনা, তা নিয়ে দোলাচলে রয়েছেন জ্যোৎস্না সেনাপতি। রাজনীতির ময়দানে আনকোরা প্রার্থীকে দাঁড় করিয়ে ফাঁপড়ে পড়েছে বিরোধীরা। প্রার্থী নিয়ে বিরোধীদের দড়ি টানাটানিতে আপাতত ভোটের লড়াইয়ে অ্যাডভান্টেজ তৃণমূল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চায়েতে সিপিএম ও বিজেপির প্রার্থী একই মহিলা