আরও পড়ুন- ‘ফোঁসফোঁস’ নেই, কিন্তু ঘরেই কোথাও লুকিয়ে রয়েছে ‘সাপ’! কী করে বুঝবেন? শিখে নিন ‘ট্রিক’
আরও পড়ুন- অমিতাভের সহ-অভিনেত্রী, এক চড়ে বদলে গিয়েছিল জীবন! হলেন ‘খলনায়িকা’… বলুন তো কে?
সূত্রের খবর, একটি চার চাকা গাড়ি ঘর ভেঙে ঢুকে গেলে চাপা পড়েন এক মহিলা। স্থানীয় মানুষজন মহিলাকে উদ্ধার করে প্রথমে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে আহত মহিলার অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে ফের কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন হল এমন? গাড়িটি কি নিয়ন্ত্রণ হারিয়েছিল? নাকি রয়েছে অন্য কোনও বড় কারণ? বাসন্তী থানার পুলিশ চালক ও গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন- স্নান করার সময় শরীরের কোন ‘অঙ্গে’ প্রথমে জল ঢালা উচিত? শীতে আপনার দারুণ কাজে লাগবে…!