'ফোঁসফোঁস' নেই, কিন্তু ঘরেই কোথাও লুকিয়ে রয়েছে 'সাপ'! কী করে বুঝবেন? শিখে নিন 'ট্রিক'

Last Updated:
Snake Facts: ঘরে সাপ থাকার কিছু লক্ষণ আছে। সে ঘাপটি মেরে বসে থাকলেও আপনি ঠিক টের পাবেন। কী করে?
1/12
গ্রীষ্ম শেষে বা বর্ষার মাঝে নয়, সারা বছরই ইদানীং সাপের উৎপাত বাংলার ঘরে ঘরে। বাড়িতে সাপ ঢুকে বসে থাকলে বুঝবেন কী করে? জেনে নিন ট্রিক।
গ্রীষ্ম শেষে বা বর্ষার মাঝে নয়, সারা বছরই ইদানীং সাপের উৎপাত বাংলার ঘরে ঘরে। বাড়িতে সাপ ঢুকে বসে থাকলে বুঝবেন কী করে? জেনে নিন ট্রিক।
advertisement
2/12
প্রকৃতিতে অনেক সময়েই খাবার খুঁজতে অক্ষম হয়ে সাপেরা, বিশেষত যে সব সাপ লোকালয়ের আশেপাশে গর্তে থাকে। এই সাপেরা খাবার খুঁজতে গৃহস্থ বাড়িতেই ঢুকে পড়ে।
প্রকৃতিতে অনেক সময়েই খাবার খুঁজতে অক্ষম হয়ে সাপেরা, বিশেষত যে সব সাপ লোকালয়ের আশেপাশে গর্তে থাকে। এই সাপেরা খাবার খুঁজতে গৃহস্থ বাড়িতেই ঢুকে পড়ে।
advertisement
3/12
ইঁদুর, ছুঁচো থেকে শুরু করে নানা কীটপতঙ্গ শিকার করতে বাড়িময় ঘুরে বেড়ায় সাপ। নিঃশব্দে হামা দেয় সাপ, তাই জানতেও পারে না মানুষ। অজান্তে সাপের শিকার হয়।
ইঁদুর, ছুঁচো থেকে শুরু করে নানা কীটপতঙ্গ শিকার করতে বাড়িময় ঘুরে বেড়ায় সাপ। নিঃশব্দে হামা দেয় সাপ, তাই জানতেও পারে না মানুষ। অজান্তে সাপের শিকার হয়।
advertisement
4/12
তবে ঘরে সাপ থাকার কিছু লক্ষণ আছে। সে ঘাপটি মেরে বসে থাকলেও আপনি ঠিক টের পাবেন। কী করে?
তবে ঘরে সাপ থাকার কিছু লক্ষণ আছে। সে ঘাপটি মেরে বসে থাকলেও আপনি ঠিক টের পাবেন। কী করে?
advertisement
5/12
সর্প বিশেষজ্ঞরা জানান, সাপ বাড়িতে ঢুকে থাকলে আঁশটে গন্ধ বেরোয়। সাপের মলমূত্রে উৎকট গন্ধ হয়।
সর্প বিশেষজ্ঞরা জানান, সাপ বাড়িতে ঢুকে থাকলে আঁশটে গন্ধ বেরোয়। সাপের মলমূত্রে উৎকট গন্ধ হয়।
advertisement
6/12
কিছু সাপের গায়েও থাকে গন্ধ। ভাত ফুটছে না অথচ আতপ চালের গন্ধ বেরোলে আশেপাশে সাবধান হবেন। সাপের গন্ধ হতে পারে।
কিছু সাপের গায়েও থাকে গন্ধ। ভাত ফুটছে না অথচ আতপ চালের গন্ধ বেরোলে আশেপাশে সাবধান হবেন। সাপের গন্ধ হতে পারে।
advertisement
7/12
ঘরের মধ্যে যদি কোনও অস্বাভাবিক শব্দ পান, তাহলেও সচেতন হন। শনশন ফনফন শব্দ কিছু সাপের চলার সময় হয়। আর কিছু সাপ ডাকে! তারও আওয়াজ হয়।
ঘরের মধ্যে যদি কোনও অস্বাভাবিক শব্দ পান, তাহলেও সচেতন হন। শনশন ফনফন শব্দ কিছু সাপের চলার সময় হয়। আর কিছু সাপ ডাকে! তারও আওয়াজ হয়।
advertisement
8/12
বাড়িতে বড় সাপ বাসা বেঁধে থাকলে খোলস ছাড়ে। তাই যদি বাড়ির আশেপাশে খোলস দেখেন, বুঝবেন আপনার ঘরে সাপ থাকতে পারে।
বাড়িতে বড় সাপ বাসা বেঁধে থাকলে খোলস ছাড়ে। তাই যদি বাড়ির আশেপাশে খোলস দেখেন, বুঝবেন আপনার ঘরে সাপ থাকতে পারে।
advertisement
9/12
ঘরের মেঝেতে ছোপ ছোপ দাগ দেখতে পেলে সাবধান হন। সাপের গায়ের ছাপ মেঝেতে পড়ে। ধুলোর মধ্যেও সাপের চলার আঁকাবাঁকা দাগ দেখতে পারেন।
ঘরের মেঝেতে ছোপ ছোপ দাগ দেখতে পেলে সাবধান হন। সাপের গায়ের ছাপ মেঝেতে পড়ে। ধুলোর মধ্যেও সাপের চলার আঁকাবাঁকা দাগ দেখতে পারেন।
advertisement
10/12
আপনার বাড়িতে যদি হঠাৎ করে ইঁদুর টিকটিকি কমে যায়, সাবধান হন। এর মানেও সাপের আস্তানা হতে পারে।
আপনার বাড়িতে যদি হঠাৎ করে ইঁদুর টিকটিকি কমে যায়, সাবধান হন। এর মানেও সাপের আস্তানা হতে পারে।
advertisement
11/12
সাপ কখনও পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ঘরে থাকে না। একটু পুরোনো স্যাঁতস্যাতে জায়গায় আবর্জনা জমা থাকলে সেই জায়গাগুলো পরীক্ষা করুন। অস্বাভাবিক শব্দ এলে ভিতর থেকে, বুঝবেন সাপ আছে।
সাপ কখনও পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ঘরে থাকে না। একটু পুরোনো স্যাঁতস্যাতে জায়গায় আবর্জনা জমা থাকলে সেই জায়গাগুলো পরীক্ষা করুন। অস্বাভাবিক শব্দ এলে ভিতর থেকে, বুঝবেন সাপ আছে।
advertisement
12/12
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement