পরিবারের আর কেউই চালাতে পারে না সেই গাড়ি, তবে কিভাবে বাড়িতে দাঁড়িয়ে থাকা সেই গাড়ির আসল ভূতুড়ে ফাইন! তাও আবার বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের নিউটাউন এলাকা থেকে। এখন এমন কাণ্ড দেখেই সমস্যায় পড়েছে গাইঘাটা বাজার এলাকার বিশ্বাস পরিবার। স্বামী শুকদেব বিশ্বাস কর্মসূত্রে বাইরে থাকায়, স্ত্রী সীমা বিশ্বাস কেই সামলাতে হয় সাংসারিক কাজকর্ম।
advertisement
গত দু’দিন আগে দু’তারিখ বিকেল চারটে নাগাদ হঠাৎই মোবাইলে এসএমএস আসে নিউটাউন থানা এলাকায় তার গাড়ি নিয়ম ভঙ্গের জন্য ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মেসেজ দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। নিউটাউন থানার তরফ থেকে কাটা চালানে গাড়ির মালিকের নাম শুকদেব বিশ্বাস অর্থাৎ তার স্বামীর নাম থাকলেও, গাড়ির নাম্বার এর একটি সংখ্যা আলাদা রয়েছে। প্রশ্ন উঠছে যেই গাড়ির নাম্বারে জরিমানা কাটা হয়েছে, সেই গাড়ির মালিকের কাছে চালানের রশিদ না গিয়ে কেন অন্য গাড়ির মালিকের কাছে আসল এমন ভুতুড়ে ফাইন! এরপর গোটা বিষয়টি গাইঘাটা থানার পুলিশকে জানালে, থানা থেকে নিউটাউন থানায় যোগাযোগ করার জন্য জানানো হয়।
ইতিমধ্যেই বিশ্বাস পরিবারের তরফে, অনলাইনের মাধ্যমে বিষয়টি আরটিও অফিসে জানিয়েছেন সীমাদেবী। সেখান থেকে বিষয়টি নিউটাউন থানাকে জানানো হয়েছে বলেও জানা তিনি। তবে কীভাবে এই ভুল হল তা এখনও বুঝে উঠতে পারছে না কেউই। এর আগে বিভিন্ন সময়ে পুলিশের বিরুদ্ধে রাস্তায় দাঁড় করিয়ে অন্যায়ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে, তবে এবার নিয়ম ভঙ্গ করা এক গাড়ির জন্য, অন্য গাড়ির মালিকের কাছে এভাবে ফাইন কাটার ঘটনায় উঠছে প্রশ্ন। প্রশাসনের এমন গাফিলতিতেই হয়রানির শিকার হতে হচ্ছে গাইঘাটার বিশ্বাস পরিবারকে। অন্যের ভুলের মাশুল কেন এভাবে দেবে নির্দোষ পরিবার!
Rudra Narayan Roy