TRENDING:

Bangla Video: বেহুলা লখিন্দরের ঘটনাকে স্মরণ করে সুন্দরবনে নৌকা বাইচ প্রদর্শনী

Last Updated:

Bangla Video: নদী মাতৃক দেশ হওয়ার সুন্দরবন এলাকার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই নৌকা বাইচ অনুষ্টানে অংশ নেয়। কথিত আছে মনসা মঙ্গল কাব্যে বেহুলা লখিন্দরের ভেলা ভাসনোর ঘটনাকে স্মরণ করে এই নৌকা বাইচের শুরু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: বেহুলা লখিন্দরের ভেলা ভাসনোর ঘটনাকে স্মরণ করে সুন্দরবনে নৌকা বাইচ। সাপের দংশনের পর স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে কলা গাছের ভেলায় ভেসেছিলেন বেহুলা। চাঁদ সদাগরের মত ধনীর পুত্রবধূ ছিলেন তিনি, তারপরও স্বামীর জীবনকে ফিরিয়ে আনতে নদীতে কলা গাছের ভেলায় যাত্রার কথা মনসামঙ্গল কাব্যে উল্লেখিত ঘটনাকে স্মরণ করে সুন্দরবনের বিদ্যধরি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ প্রদর্শনী। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার সন্দেশখালি, মিনাখা, হাড়োয়া সহ বিভিন্ন এলাকায় মনসা পুজো উপলক্ষে প্রায় কয়েক সপ্তাহ ধরে চলে নৌকা বাইচ প্রতিযোগিতা। এদিন একইভাবে সন্দেশখালীর পুরাতন ন্যাজাটে আজাদ হিন্দ তরুণ সংঘের উদ্যোগে বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজিত হলো।
advertisement

আরও পড়ুন: বাঁশ কাটার এক অদ্ভুত মেশিন তৈরি করলেন ইঞ্জিনিয়ার ম্যান, দেখুন

মনসা পূজোর বিসর্জন উপলক্ষ্যে এই প্রতিযোগিতা হয়ে আসছে বছরের পর বছর। নদী মাতৃক দেশ হওয়ার সুন্দরবন এলাকার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই নৌকা বাইচ অনুষ্টানে অংশ নেয়। কথিত আছে মনসা মঙ্গল কাব্যে বেহুলা লখিন্দরের ভেলা ভাসনোর ঘটনাকে স্মরণ করে এই নৌকা বাইচের শুরু। বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর সুন্দরবনের বিভিন্ন এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ন্যাজাটের বিদ্যাধরী নদীর নৌকা বাইচ উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বহু দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

advertisement

বিশেষ করে সুন্দরবন লাগোয়া যেসব মাঝি-মোল্লা-মৎস্যজীবীরা যাঁরা নদীতে মাছ ধরতে যান এবং মাছ ধরার মধ্য দিয়েই তাঁদের জীবিকা চলে, তাঁরাই এই প্রতিযোগিতায় অংশ নেন বলে জানান উদ্যোক্তা বিকাশ মন্ডল। সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবিকা বলতে নদীতে মাছ ধরে জীবিকা অর্জন করা। তাই সারাবছরই নদীতে নৌকা চালিয়ে সংসার দৈনন্দিন জীবন এর ওপরে নির্ভরশীল হতে হয়। নৌকা বাইচের মত প্রতিযোগিতাকে তারা বিনোদন হিসেবে বেঁছে নিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বেহুলা লখিন্দরের ঘটনাকে স্মরণ করে সুন্দরবনে নৌকা বাইচ প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল