জানা গিয়েছে, আহত দু’জনকে চিকিত্সার জন্য লকাতায় স্থানান্তরিত করা হয়। মৃত মোটরসাইকেল আরোহী সিরাজুল মন্ডল(৩৩) বকুলতলা থানার উত্তরপদুয়া ঘোষালের চক এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: আর ফেরা হল না বাড়ি, রাস্তাতেই সব শেষ! নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ দুই বাইকের
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মোটর সাইকেলে চেপে তিন জন উত্তরপদুয়া ঘোষালের চক থেকে বারুইপুরে যাওয়ার সময় জয়নগর থানার পদ্মেরহাট এলাকায় মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সিরাজুল মন্ডল।
advertisement
স্থানীয় লোকজন অন্য দুই আহত ব্যক্তি কে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, পদ্মার হাট গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা স্থানান্তরিত করা হয়। বছরের প্রথম দিনেই এমন মর্মান্তিক ঘটনায় শোকেরা ছায়া এলাকজুড়ে।
সুমন সাহা