বুধবার থেকেই পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন বাজারে ইলিশ পৌঁছে যাবে। এদিন দুই দেশের মধ্যে বন্ধুত্বের বার্তা দেওয়ার জন্য কলকাতা থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান পেট্রাপোল বন্দরে হাজির হন। যদিও কোন প্রতিক্রিয়া দিতে দিতে চায়নি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার কমলেশ সাইনি ।
advertisement
মঙ্গলবার থেকেই ইলিশের রফতানি শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করবে বাংলাদেশ।২০২৪-২৭ এর রফতানি নীতি অনুযায়ী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রুপোলি শস্য পাড়ি দেবে এপার বাংলায়। বাংলাদেশের মোট ৩৭ সংস্থা এই রফতানির বরাত পেয়েছে।
রান্নাপুজোয় ইলিশ কিনতে গিয়ে চোখে সর্ষেফুল দেখছেন অনেকেই। গতবছরের তুলনায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। ফলে ইলিশের দাম যে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ২ কেজির ইলিশের দাম ৪১০০ টাকা, ১ কেজি সাইজের ইলিশের দাম রয়েছে ২৬০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম সাইজের ইলিশের দাম কম-বেশি ১৫০০ টাকা কেজি। তার থেকে কম সাইজের ইলিশের দাম কিছুটা কম হলেও সামগ্রিকভাবে ইলিশের দাম অনেকটাই বেশি।