লিলুয়ার পটুয়া পাড়ায় শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর খাওয়ার উৎসব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ ক্লাবের সামনে শুরু হয় বচসা। সেই বচসার মধ্যস্থতা করতে গিয়ে প্রাণ গেল ২৬ বছর বয়সী সৌভিক দত্তর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন স্থানীয় যুবক অমিত রায়চৌধুরী একটি ছেলেকে মারধর করে। চোখের সামনে এমন ঘটনা দেখতে পেয়ে সৌভিক দত্ত (২৬) নিয়ন্ত্রণ করতে যায়। বচসায় জড়িত অমিতকে আটকাতে যায়। এমন সময় নিজের পকেট থেকে একটি ধারাল অস্ত্র বের করে অমিত। ছুরি হাতে নিয়েই সৌভিককে আক্রমণ করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সৌভিক। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টিএল জয়সোয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। রাতেই পুলিশ অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে হাতেনাতে গ্রেফতার করে। অভিযুক্ত হাওড়া আদালতের মুহুরী হিসেবে কাজ করে বলেই জানা যায়। কী কারণে এই ঘটনা, বচসা থেকে ছুরির আঘাত কীভাবে ঘটল, হাওড়া সিটি লিলুয়া থানার পুলিশ তদন্তে নেমেছে।