বাড়ি থেকে পালানোর পর আর ফেরেনি ওই কিশোরী। সেদিন থেকেই নিখোঁজ সে! এর পর পুলিশে অভিযোগ করে পরিবারের লোকজন! পরিবারের লোকজন জানতে পারে গোটা ঘটনা, সন্দেহ থেকেই পুলিশকে সবটা জানান তারা! তারপরেই অভিযোগ পেয়ে পুলিশ পুলিশ পাশের গ্রাম গোপিনাথপুরের আতাবুর শেখ নামের যুবককে আটক করে। তাকে জেরা করতেই সে খুন ও ধর্ষণ করে দেহ পুতে রাখার কথা স্বীকার করে। গত রাতে মুর্শিদাবাদ থানার রঞ্জিৎপাড়ার এক কলাবাগান থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: গুলজারের জন্য কবিতা লিখলেন শ্রীজাত! স্বপ্ন ভেবে নিজেকে চিমটি কাটলেন সৃজিত!
এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়! ওই কিশোরীকে শুধু ধর্ষণ নয় খুন পর্যন্ত করে। এবং গোটা বিষয় চাপা দিতে কিশোরীর দেহ পুঁতে দেয়! তারপর ফের নিজের গ্রামে ফিরে এসে ঘাপটি মেরে বসে থাকে যুবক! তবে সন্দেহ হয় মেয়েটির বাড়ির লোকের! এবং তারাই প্রথম সব কিছু থানায় জানান! এই ঘটনায় গোটা এলাকা সহ মুর্শিদাবাদে আতঙ্ক তৈরি হয়েছে। আপাতত গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। কেন বা কী কারণে এই ঘটনা ঘটাল সে তা তদন্ত করে দেখা হচ্ছে!