TRENDING:

Cyclone Remal Death News: মর্মান্তিক! ঘূর্ণিঝড়ের দাপটে মারণফাঁদ... মামাবাড়ি এসে খেলা করতে করতে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

Last Updated:

Cyclone Remal Death News: পরিবার-সহ স্থানীয় বাসিন্দারা মিলে ওই জলাশয় থেকে দীর্ঘক্ষণের চেষ্টায় কিশোরকে উদ্ধার করে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: বৃষ্টির মধ্যে খেলার ছলে বৃষ্টির জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। নদিয়ার সোনডাঙা থেকে শান্তিপুরে মামাবাড়ি বেড়াতে এসে রাস্তার পাশে মাটিকাটা গর্তে জমা জলে খেলা করতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত অদ্বৈত লেন এলাকায়।
এলাকায় নেমে এসেছে শোকের ছায়া
এলাকায় নেমে এসেছে শোকের ছায়া
advertisement

পরিবার সূত্রে খবর, দিন সাতেক আগে নদিয়ার বেথুয়াডহরি সোনডাঙার বাসিন্দা তৃতীয় শ্রেণির ছাত্র সুমন বাগচী তার মামার বাড়িতে আসে। এরপর প্রায় ১০ দিন ধরে মামার বাড়িতেই থাকছিল সে।

এরপর রবিবার রাত থেকেই ঘূর্ণিঝড় রিমলের জেরে সমগ্র নদিয়া জেলা জুড়ে শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া। যার জেরে বিভিন্ন জায়গায় জমে যায় জল। কিশোরের মামাবাড়ির কাছেই খুঁড়ে রাখা হয়েছিল একটি বিশালাকার গর্ত। বৃষ্টির কারণে সেই গর্তে ভরাট হয়ে গিয়েছিল জল। এরপর সোমবার সকালে মামার ছেলের সঙ্গে খেলতে গিয়ে বৃষ্টির জলভর্তি ওই গর্তের কাছে যেতেই আচমকা সে জলে পড়ে যায়। তৎক্ষণাৎ তার মামার ছেলে ছুটে এসে পরিবারে খবর দেয়।

advertisement

আরও পড়ুন: ঝড়ের দাপটে রাতেই উড়ে গেল টিনের চাল! থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নিয়ে অসহায় পরিবার

View More

পরিবার-সহ স্থানীয় বাসিন্দারা মিলে ওই জলাশয় থেকে দীর্ঘক্ষণের চেষ্টায় কিশোরকে উদ্ধার করে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

খবর দেওয়া হয় মৃত ওই কিশোরের পরিবারকে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস। দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাকৃতিক বিপর্যয় এবং রাস্তার পাশে মাটি কেটে তা ভর্তি না করার জন্যই আজ মৃত্যু হল কিশোরের, দাবি এলাকাবাসীর।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Death News: মর্মান্তিক! ঘূর্ণিঝড়ের দাপটে মারণফাঁদ... মামাবাড়ি এসে খেলা করতে করতে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল