TRENDING:

Mahalaya: শেষ তর্পণ...জলে নেমে ছেড়ে গেল মায়ের হাত! গঙ্গার স্রোতে তলিয়ে গেল ১২ বছরের কিশোরী, মহালয়ায় কান্নার রোল হাওড়ায়

Last Updated:

Mahalaya: তর্পণ করতে নেমে মায়ের হাত ছেড়ে নদীর জলে তলিয়ে গেল কিশোরী, হাড় হিম করা ঘটনা উলুবেড়িয়া ঘাটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উলুবেড়িয়া, রাকেশ মাইতি: তর্পণ করতে এসে গঙ্গা’য় তলিয়ে গেল ১২ বছরের কিশোরী! পুজোর আগেই মর্মান্তিক ঘটনা উলুবেড়িয়ায়। তর্পণে নেমে মায়ের হাত ছেড়ে নদীর জলে তলিয়ে গেল কিশোরী। হাড় হিম করা ঘটনা উলুবেড়িয়া ঘাটে। মহালয়ার ভোরে মর্মান্তিক ঘটনাও উলুবেড়িয়ায়। মেদিনীপুরের খড়্গপুর থেকে উলুবেড়িয়া কালীবাড়ি গঙ্গার ঘাটে তর্পণ করতে এসে ছিল ১২ বছরের কিশোরী।
মা ও আত্মীয়দের সঙ্গে তর্কণে নেমে নদীর স্রোতে তলিয়ে গেল ১২ বছরের কিশোরী
মা ও আত্মীয়দের সঙ্গে তর্কণে নেমে নদীর স্রোতে তলিয়ে গেল ১২ বছরের কিশোরী
advertisement

জানা যায়, মা এবং আত্মীয়দের সঙ্গে খড়গপুর থেকে উলুবেরিয়া এসেছিল ওই কিশোরী। রবিবার ভোর থেকে বিপুল সংখ্যক মানুষের ভিড় জেলার ঘাট গুলিতে। সেই ছবি উলুবেড়িয়া কালী বাড়ির গঙ্গা ঘাটেও। তখন নদীতে ভাটা চলছে। নদী থেকে জল সাগর অভিমুখে বয়ে যাচ্ছে। নদীতে ভাটা’র জলের স্রোত বইছে।

আরও পড়ুন: রেইনকোট পরে ২ জন ঢুকে এল জিমে, পরপর গুলি…খাস কলকাতার জিমে শ‍্যুটআউট! মহালয়ার দিনেই বড় কাণ্ড

advertisement

এমন সময় উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে তর্পণ করা’র সময় মায়ের হাত ছেড়ে জলের টানে তলিয়ে যায় ওই কিশোরী। একই সঙ্গে সেই সময় আরও তিনজন ভেসে যায় উলবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও ১২ বছরের ওই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ‘পুরোটাই প্ল‍্যান করা ছিল’, ২৫ জুন ঠিক কী ঘটেছিল কসবা ল কলেজে? গণধর্ষণ কাণ্ডে মনোজিতের সব পর্দা ফাঁস করল সিসিটিভি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মেদিনীপুরের খড়্গপুর গোলবাড়ি থেকে উলুবেড়িয়া গঙ্গার ঘাটে তর্পণ করতে এসেই মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার কিশোরী। এদিন সকাল ৮ টার একটু পরেই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। প্রায় দু’ঘণ্টার বেশি সময় কেটে যাবার পরেও খোঁজ মেলেনি ওই কিশোরী। ডুবুরি নামিয়ে চলছে তলিয়ে যাওয়া খোঁজ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahalaya: শেষ তর্পণ...জলে নেমে ছেড়ে গেল মায়ের হাত! গঙ্গার স্রোতে তলিয়ে গেল ১২ বছরের কিশোরী, মহালয়ায় কান্নার রোল হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল