জানা যায়, মা এবং আত্মীয়দের সঙ্গে খড়গপুর থেকে উলুবেরিয়া এসেছিল ওই কিশোরী। রবিবার ভোর থেকে বিপুল সংখ্যক মানুষের ভিড় জেলার ঘাট গুলিতে। সেই ছবি উলুবেড়িয়া কালী বাড়ির গঙ্গা ঘাটেও। তখন নদীতে ভাটা চলছে। নদী থেকে জল সাগর অভিমুখে বয়ে যাচ্ছে। নদীতে ভাটা’র জলের স্রোত বইছে।
আরও পড়ুন: রেইনকোট পরে ২ জন ঢুকে এল জিমে, পরপর গুলি…খাস কলকাতার জিমে শ্যুটআউট! মহালয়ার দিনেই বড় কাণ্ড
advertisement
এমন সময় উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে তর্পণ করা’র সময় মায়ের হাত ছেড়ে জলের টানে তলিয়ে যায় ওই কিশোরী। একই সঙ্গে সেই সময় আরও তিনজন ভেসে যায় উলবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও ১২ বছরের ওই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মেদিনীপুরের খড়্গপুর গোলবাড়ি থেকে উলুবেড়িয়া গঙ্গার ঘাটে তর্পণ করতে এসেই মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার কিশোরী। এদিন সকাল ৮ টার একটু পরেই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। প্রায় দু’ঘণ্টার বেশি সময় কেটে যাবার পরেও খোঁজ মেলেনি ওই কিশোরী। ডুবুরি নামিয়ে চলছে তলিয়ে যাওয়া খোঁজ।