TRENDING:

পরিবারের সদস্যদের থেকে জুটেছে শুধুই লাঞ্ছনা, স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Sanku Santra
advertisement

#কাকদ্বীপ: নব্বইয়ের এক বৃদ্ধা। বুধবার বেলায় কাকদ্বীপের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায়ের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন তারারাণী ডগর। এই আবেদন পেয়ে খোদ মহকুমা শাসকও কিছুটা স্তম্ভিত হয়ে যান। তিনি দ্রুত ওই বৃদ্ধার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। আজ, বৃহস্পতিবার মহকুমা শাসকের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বৃদ্ধার আত্মীয়দের। মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায় বলেন,‘‌ আবেদন পেয়েছি। ওঁর পরিবারের লোকেদের আসতে বলেছি।’‌

advertisement

কাকদ্বীপের নারায়ণপুরের বাসিন্দা তারারাণী। দীর্ঘদিন আগে তাঁর স্বামী মারা যান। বৃদ্ধার একমাত্র মেয়ে স্বামী পরিতক্ত্যা। তিনি মায়ের কাছেই থাকেন। তাঁর এক মেয়ে সুদেষ্ণা। তাঁর স্বামী তপন মাইতি। তপন পেশায় কাকদ্বীপ আদালতের আইনজীবী। বৃদ্ধার অভিযোগ, নাতনি ও নাতজামাই মিলে তাঁর সমস্ত সম্পত্তি হস্তগত করেছে। কাকদ্বীপের গনেশনগর এলাকায় বৃদ্ধার জমিতে বাড়ি করেছেন তাঁরা। সেই বাড়ি তৈরীও করেছেন বৃদ্ধার টাকায়। বৃদ্ধাকে বাড়িতে থাকতে না দিয়ে তাঁকে একটি গোয়ালঘরে ঠাঁই দেওয়া হয়েছে। এছাড়া বৃদ্ধা জমি বিক্রি করে কয়েক লক্ষ টাকা পোস্ট অফিসে মাসিক সঞ্চয় প্রকল্পে রেখেছিলেন। সেই টাকা ভুল বুঝিয়ে তুলে নিয়ে আত্মসাৎ করেছেন তপন। তারপর দিনের পর দিন নিয়মিত খেতে দেওয়া হয়না বলে অভিযোগ। এমনকী, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন নাতনি ও নাতজামাইও। প্রতিবাদ করলে জোটে মারধর। এখন প্রতিবেশীদের থেকে চেয়েচিন্তে চলছে তাঁর দিন। এই অবস্থায় তিনি স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৯২ বছর বয়সী তারারাণী এদিন মহকুমা শাসকের অফিস থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘‌‘ আমি আর বাঁচতে চাইনা। তাই আবেদন করতে এসেছি। আমার সম্পত্তি সব হাতিয়ে নিতে চাইছে। আমাকে খেতেও দেয়না। এর থেকে মৃত্যু ভাল।’’ ‌এই ঘটনার পর বৃদ্ধার নাতজামাই তপন মাইতি বলেন,‘‌‘ দিদিমা আমাদের কাছেই থাকেন। আজ সকালেও একসঙ্গে চা খেয়েছি। পরে উনি বাড়ি থেকে বেরিয়ে যান। মানসিক ভারসম্য হারিয়েছেন। এক আত্মীয়ের প্ররোচনায় উনি এই অভিযোগ  করছেন।’‌’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরিবারের সদস্যদের থেকে জুটেছে শুধুই লাঞ্ছনা, স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার