তান্ত্রিক হবার বাসনায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ এবং খুন করে হরিয়ানা থেকে হাওড়ায় পালিয়ে আসার সময় রেলপুলিশের হাতে ধরা পড়ে গেল শিব কুমার নামের অভিযুক্ত যুবক। ধৃতের বাড়ি হরিয়ানার পানিপথ এলাকায়। গত দীপাবলির দিন ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটিয়ে পুলিশ নজরেই পড়তে সেখান থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে শিব কুমার |
advertisement
আরও পড়ুন: পুরুষদের যৌনতার আকাঙ্ক্ষার চেয়েও বেশি প্রিয় এই ৫ বিষয়
ডাউন দিল্লি হাওড়া ট্রেনে করে পালিয়েছে অভিযুক্ত। এই খবর পেয়েই হরিয়ানা পুলিশ বিমানে কলকাতায় রওনা দেয় | একই সঙ্গে হাওড়ায় রেল পুলিশকে যাবতীয় তথ্য ও যুবকের ছবি পাঠিয়ে দেয় হরিয়ানা পুলিশ | গোটা ট্রেনে শিব কুমারকে খুঁজে পাওয়া দুস্কর বিষয় | হাওড়া GRP পুলিশ খবর পেয়েই একটি দল সোজা রওয়ানা দেয় বর্ধমানের উদ্দশ্যে, সেখানে ট্রেন পৌছাতেই দু তিনটি দলে ভাগ হয়ে গোটা ট্রেনে শুরু হয় অভিযুক্তের খোঁজ | ট্রেন হাওড়া আসার অগেই ট্রেনের S6 কামরায় হরিয়ানা পুলিশ পাঠানো ছবি ও বর্ণনা মত এক যুবককে দখেতে পেয়ে ঘিরে রকে হাওড়া GRP পুলিশের দল |
ততক্ষনে হাওড়ার স্টেশনে এসে প্রস্তুত হরিয়ানা পুলিশের একটি দল | বিভিন্ন অজুহাত শিবকুমারকে পাকড়াও করে শুরু হয় জিজ্ঞাসাবাদ | সঠিক নাম, ঠিকানা না বলে চম্পট দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত, হাওড়া স্টেশনে ট্রেন থেকে শিব কুমারকে নামানোর সঙ্গে সঙ্গেই হরিয়ানা পুলিশ সনাক্ত করে শিবকুমারকে | হরিয়ানা পুলিশের দাবি, শিব কুমার পানিপথে এক শিশুকে ধর্ষণ ও খুন করে পালিয়ে আসে |
আরও পড়ুন: আপনার প্রেমিক আপনাকে ভালবাসে তো? রইল মনের কথা জানার ৫ উপায়
এর আগেও একই ঘটনায় অভিযুক্ত ছিল শিবকুমার কিন্তু পুরোনো মামলায় শিশুটিকে হত্যা না করলেও তাকে ধর্ষণে অভিযুক্ত এই শিবকুমার | সেই মামলায় জামিনে মুক্ত শিবকুমার গত দীপাবলির দিন একই ঘটনা ঘটায় শিবকুমার। এই ক্ষেত্রে শিবকুমার কে শিশুটি চিনতে পেরে যাওয়ায় তাঁকে খুন করে পালিয়ে আসে শিবকুমার | অভিযুক্ত শিবকুমার পুলিশের জেরায় ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে জানায়, "সে তন্ত্র সাধনায় যুক্ত, সে স্বপ্নে পাওয়া নির্দেশ পালন করতেই এই ঘটনা ঘটিয়েছে | তার দাবি দীপবলির দিন সে যদি কোনো দশ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করে তাহলে সে বড় তান্ত্রিক হতে পারবে বা তার তান্ত্রিক শিক্ষা সম্পূর্ণ হবে | সেই চেষ্টায় সে এই কাজ করেছে, শিশুটি তাকে চিনতে পেরে যাওয়ায় তাকে সে খুন করে পালিয়ে আসে বলে শিবকুমার জানায় পুলিশ কে |"
আজ হাওড়ার আদালতের বিশেষ কোর্টে শিবকুমার কে হাজির করিয়ে ট্রানজিস্ট রিমান্ডে নিয়ে হরিয়ানার পথে রওনা দিয়েছে পুলিশ |