বজ্রপাতের কবলে পড়ে প্রাণ গেল ওন্দা থানা এলাকার চারজনের, বিষ্ণুপুর থানা এলাকার একজনের, জয়পুর থানা এলাকার একজনের, কোতুলপুর থানা এলাকার একজনের, ইন্দাস থানা এলাকার একজনের ও পাত্রসায়ের থানা এলাকার একজনের। এই নিহত পরিবারদের দাবি-পরিবারের যাদের প্রাণ গিয়েছে তাদের ভরসাতেই সংসার চলত তবে সেই মানুষটাই আর রইল না তাদের সঙ্গে। তাদের বাড়িতেও রয়েছে ছোট ছোট ছেলে-মেয়ে। তারা মানুষ হবে কী করে এই চিন্তায় রয়েছে পরিবারগুলি।
advertisement
আরও পড়ুন: ফাঁকা মাঠে বজ্রপাত…! কীভাবে বাঁচাবেন প্রাণ? ছোট্ট এই টিপস মানলেই কেল্লাফতে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত
ইতিমধ্যেই বাঁকুড়া জেলা সভাধিপতি অনুসূয়া রায় শুক্রবার ওন্দা থানা এলাকার কামারকাটা গ্রামে নিহত পরিবারদের সঙ্গে দেখা করেন এবং তিনি আর্থিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাদের। জেলা পরিষদ সভাধিপতি বলেন, নিহত পরিবারদের দু’লক্ষ টাকা করে দেওয়া হবে, সমব্যথির দুই হাজার টাকা ও মহিলাদের বিধবা ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই নিহত পরিবারদের সরকারিভাবে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সভাধিপতি। নিহত পরিবারদেরকে তার জন্য কোথাও যেতে হবে না। সরকারি আধিকারিকরাই তাদের বাড়ি গিয়ে সমস্তটাই অফিসিয়ালি ভাবে ব্যবস্থা করে দেবেন। অলরেডি সেই কাজ শুরু হয়ে গিয়েছে আগামী ১-২ দিনের মধ্যেই নিহত পরিবাররা এই সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন জেলা সভাধিপতি।
অনিকেত বাউরী





