কুলটি ইয়ং মেন্স এসোসিয়েশনের অর্গানাইজেশন সেক্রেটারি উত্তম নস্কর বলেন, ‘সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় হাইটের প্রতিমা এখনও হয়নি। ২০২৩ সালে ব্যারাকপুরে হয়েছিল সেটা ৭০ ফুট ছিল। এবারে আমাদের চমক ৮৫ ফুট হচ্ছে। তিনি আরও বলেন একটা সময় ছিল কুলটিকে সবাই চিনতো। ছোটতে বইতে পড়েছিলাম কুলটি বার্নপুর এর নাম, এখন আর দেখা যায় না। মানুষ এখন জানতে চাই কুলটি কোথায়, তাই মানুষকে জানানোর জন্য এই উচ্চতা সম্পূর্ণ প্রতিমা তৈরি করেছি আমরা’।
advertisement
আসানসোল মহকুমার অন্তর্গত ‘কুলটি ইয়ং মেন্স এসোসিয়েশন’-এর পুজো এবার ১১তম বর্ষে পদার্পণ করল। আসানসোল মহকুমায় বিগ বাজেটের পুজোর মধ্যে এটিও একটি অন্যতম। প্রায় ২২ লক্ষ টাকা খরচ করে ৮৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এই পুজো কমিটি। রীতিমতো জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও মানুষজন আসছেন এই প্রতিমা দেখতে।
অলোকসজ্জাতে বিশেষ চমক থাকছে। রবিবার সকালে নদিয়া থেকে এসেছে এই প্রতিমা। সকাল থেকেই ভিড় জমেছে দর্শণার্থীদের মধ্যে। কেউ কেউ তুলছেন মোবাইল ছবি কেউ কেউ আবার পার্টিমার সঙ্গে তুলে নিচ্ছেন সেলফি। প্রতিমা সম্পূর্ণ তৈরি করে নিয়ে আসতে সময় লেগেছে প্রায় দেড় দিন। প্রতিমা তৈরি করতে উপকরণ লেগেছে ফাইবার সহ আরও অন্যান্য উপকরণ। সময় লেগেছে তিন মাস। তাই এবারে দীপাবলিতে এই প্রতিমা না দেখলে মিস করবেন অনেক কিছু।