কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা হালদার এ প্রসঙ্গে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সূত্রপাত পঞ্চায়েত সমিতির রাস্তা তৈরি করা নিয়ে।
রাস্তা তৈরি করার কথা থাকলেও রাস্তার পাশের গাছ কেটে নেওয়ার কথা কেউ বলেনি। কিন্তু অভিযোগ তারপরেও গাছ কাটা হয়েছে।
advertisement
অভিযোগের তীর কুলপির গাজীপুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর দিকে।প্রায় ৮০ থেকে ৯০ টি গাছ কাটা হয়েছে সেখানে। অথচ এই এলাকায় গাছ কাটা যায়না।
সুন্দরবন এলাকায় গাছ কাটা একেবারেই নিষিদ্ধ।কিন্তু রাস্তা তৈরির জন্য কেন গাছ কাটা হল? তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
advertisement
ইতিমধ্যেই বিডিও অফিসের পক্ষ থেকে বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে৷ এই গাছগুলি মূল্যবান সোনা ঝুরি গাছ ছিল। এদিকে ঠিক কি কারণে এই গাছ কাটা হল তা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2024 4:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রাস্তা তৈরির অজুহাতে কুলপীতে কাটা পড়ল ৯০টা গাছ! প্রশাসনের দ্বারস্থ স্থানীয়রা