এককালে মেদিনীপুর এই যাত্রা শিল্পকে বহমান রেখেছিল। মেদিনীপুর থেকে বহু প্রতিভাবান যাত্রাশিল্পী তৈরি হয়েছে। এককালে সারা রাজ্যজুড়ে মেদিনীপুরের নাম ডাকছিল। তবে মানুষজনের মধ্যে বিনোদন ফিরিয়ে দিতে এবং প্রাচীন এই লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে জঙ্গলমহল মেদিনীপুরে আট দিন ব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার থেকে টানা ৮ দিন ধরে এই উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যা থেকে থাকছে এক-একটি যাত্রাপালা।
advertisement
বর্তমানে ইন্টারনেট, ওটিটি ও শর্ট ফিল্মের যুগে হারিয়ে যেতে বসেছে যাত্রা। তবে এবার যেন যাত্রার নতুন ‘যাত্রা’ শুরু হল। পশ্চিম মেদিনীপুর যাত্রা সংসদের ব্যবস্থাপনায় বেলদায় আট দিন ধরে এই যাত্রা উৎসব চলবে। সেখানে আট দিন ধরে একেকটি যাত্রা পরিবেশন করবে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক যাত্রা দল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত মেদিনীপুরকে সবার সামনে তুলে ধরতে, মেদিনীপুরের যাত্রা দলকে আরও নতুন করে দিশা দেখাতে এমন অভিনব আয়োজন। প্রথম দিনই জমজমাট ছিল প্রাঙ্গণ। ঠান্ডাকে উপেক্ষা করে প্রাচীন এই লোকসংস্কৃতি উপভোগ করতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।





