একে একে ছয়। রাজ্যের ষষ্ঠ দফার ভোট নির্বিঘ্নে মেটাতে তৈরি নির্বাচন কমিশন ৷ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর-সহ আট লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামিকাল অর্থাৎ সোমবার ৷
ষষ্ঠ দফার ভোটে ভোটার ও ভোটকর্মীদের নিরাপত্তার ভার থাকছে কেন্দ্রীয় বাহিনীর হাতেই। রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে ভোটকেন্দ্রের ১০০ মিটারের বাইরে ৷ আইনশৃঙ্খলার সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে সহায়তা করবে তারা ৷
advertisement
শাসক বা বিরোধী- কোনও পক্ষই যাতে বাহিনী নিয়ে কোনও অভিযোগ তুলতে না পারে, তা নিশ্চিত করতে উদ্যোগী কমিশন। একনজরে রইল বেশ কিছু তথ্য---
ষষ্ঠ দফায় ৭৭০ কোম্পানি বাহিনী
স্ট্রংরুমের নিরাপত্তায় ২৭ কোম্পানি
প্রতি থানা এলাকায় ২টি কুইক রেসপন্স টিম
কেন্দ্রীয় বাহিনী দিয়েই কুইক রেসপন্স টিম
৩৬৮৬ জন মাইক্রো অবজারভার
১৫৬৩ বুথে সিসিটিভি নজরদারি
২০৭৯ বুথে ওয়েব কাস্টিংয়ে নজর রাখবে কমিশন
রাজ্যের একমাত্র মাওবাদী প্রবণ কেন্দ্র ঝাড়গ্রামের জন্য বিশেষ পরিকল্পনা কমিশনের। শুধু ঝাড়গ্রামেই ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ কুইক রেসপেন্স টিমে ৮ জন করে জওয়ান ৷ জওয়ানদের জন্যও একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে ৷ হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে জওয়ানদের ৷
শনিবার পুরুলিয়ায় বৈঠকে ভোট প্রস্তুতি খতিয়ে দেখেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। তাঁর আশ্বাস, প্রত্যেকের ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা হয়েছে।