TRENDING:

Awas Yojana: প্রায় ৭ হাজার উপভোক্তা কেনেননি ইমারতি দ্রব্য! টাকা ফেরত চেয়ে চিঠি দেবে প্রশাসন

Last Updated:

Banglar Bari- বাড়ি তৈরি করার কাজে হাত লাগানো তো দূর, ইমারতি দ্রব্যই কিনে উঠতে পারেননি তাঁরা। দিনকয়েক আগে প্রশাসন হিসেব করে দেখেছে, এই তালিকায় রয়েছেন প্রায় সাত হাজার উপভোক্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে বেশিরভাগ উপভোক্তা কাজ শুরু করে দিয়েছেন। অনেকে নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি করে এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায়। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণির উপভোক্তা।
প্রতিকি  ছবি
প্রতিকি  ছবি
advertisement

বাড়ি তৈরি করার কাজে হাত লাগানো তো দূর, ইমারতি দ্রব্যই কিনে উঠতে পারেননি তাঁরা। দিনকয়েক আগে প্রশাসন হিসেব করে দেখেছে, এই তালিকায় রয়েছেন প্রায় সাত হাজার উপভোক্তা। কিন্তু কেন এখনও তাঁরা এই কাজ করেননি, সেটাই ভাবাচ্ছে আধিকারিকদের।

ওই উপভোক্তারা অবশ্য ভাবলেশহীন। কাজ তাঁরা করে নেবেন বলেই দায় এড়িয়েছেন। কিন্তু প্রশাসন এতে আশ্বস্ত হচ্ছে না। বারবার ওই উপভোক্তাদের সতর্ক করা হয়েছে। তাতেও কাজ হয়নি। তাই এবার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা ফেরত দেওয়ার চিঠি তাঁদের ধরানো হবে বলে ঠিক হয়েছে।

advertisement

জানা গিয়েছে, জেলায় এখন দু’ধরনের মানুষের উপর বেশি নজর রাখছে প্রশাসন। প্রথম, যাঁরা ইমারতি দ্রব্য কিনে এখনও নির্মাণ কাজ শুরু করেননি এবং দ্বিতীয়, টাকা পেয়েও একদম চুপ করে বসে আছেন। এই দ্বিতীয় শ্রেণির উপভোক্তাদের নিয়ে এখন পঞ্চায়েতস্তরে আলোচনাও শুরু হয়েছে।

View More

তাঁদের পঞ্চায়েতে ডেকে শেষবারের মতো সতর্ক করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাঁরা যাতে কোনওভাবেই সরকারের দেওয়া বাড়ি তৈরির টাকা নয়ছয় না করেন, সেই দিকেই বিশেষ নজর রেখেছেন আধিকারিকরা। ওই অফিসারদের বক্তব্য, ইমারতি দ্রব্য কিনেছেন, কিন্তু এখনও বাড়ির কাজে হাত দেননি যাঁরা, তাঁরা আজ নয় কাল তা শুরু করে দেবেন। কিন্তু হট, বালি, সিমেন্ট না কিনে যেসব উপভোক্তন চুপ করে বসে রয়েছেন, তাঁদের উদ্দেশ্যই বোঝা যাচ্ছে না।

advertisement

আরও পড়ুন- বৌমা কোথায়! হাসপাতাল ভর্তি শ্বশুর খুঁজতে বেরলেন রাস্তায়, তারপরেই যা ঘটল

সূত্রের খবর, একটা সময় জেলায় ৩৫ হাজারের মতো বাসিন্দা বাড়ির কাজ শুরু করেননি বলে জেনেছিল প্রশাসন। আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠি দেওয়ার পর অনেকটা কাজ হয়েছে। এখন সংখ্যাটা কমেছে। কিন্তু এই সাত হাজার উপভোক্তাকে কীভাবে কাজ শুরু করানো যায়, সেটাই বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Awas Yojana: প্রায় ৭ হাজার উপভোক্তা কেনেননি ইমারতি দ্রব্য! টাকা ফেরত চেয়ে চিঠি দেবে প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল