সপ্তাহখানেকের মধ্যে কুকুরছানাগুলির বিভিন্ন জায়গায় দেওয়ার কথাও হয়েছিল। সেই অনুযায়ী বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও চলছিল। কিন্তু এরমধ্যে হঠাৎ এই ঘটনা লক্ষ্য করেন তাঁরা।
আরও পড়ুন: ডেকে ডেকে চাকরি, যুবতীদের জন্য বিরাট অফার…! বাংলার বুকেই এমন নজির গড়ল রাজ্য সরকার, জেনে নিন কোথায়
advertisement
এদিকে কে বা কারা এই ঘটনা ঘটাল তার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে মৃত কুকুরছানাদদের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। ঘটনার পর দক্ষিণ ২৪ পরগনার ওই ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা তা দেখছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় পুষ্পিতা কর্মকার দাস জানিয়েছেন, “এই ঘটনা নির্মমতার চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অসহায় প্রাণীগুলি কারও ক্ষতি করেনি। এদের থেকে যাতে কারও অসুবিধা না হয় সেজন্য সবরকম ব্যবস্থা করা হয়েছিল।
তাও এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই কুকুরছানাগুলি বয়স এক মাসের মধ্যে বলে জানা গিয়েছে। আর কয়েক সপ্তাহের মধ্যে কুকুরছানাগুলিকে আগ্রহী ব্যক্তিদের বাড়িতে পাঠানো হত। কিন্তু এর মধ্যেই এই ঘটনা ঘটায় হতাশ সকলেই। সকলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন।
নবাব মল্লিক