টুর্নামেন্টটি একজন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের আন্তর্জাতিক বিচারক এবং ছয়জন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের জাতীয় বিচারক-এর তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব পিরদাস মন্ডল, বর্ধমান ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল সচিব বিবেকানন্দ সেন, বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সভাপতি কমল চন্দ্র ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
জেলা ক্যারাটে সংস্থার সচিব রেনশি দেবাশীষ কুমার মণ্ডল জানান,”এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে। গত বছরের মত এবারও রাজ্য, জোনাল এবং জাতীয় স্তরের অফিসিয়াল ক্যারাটে প্রতিযোগিতায় জেলার খেলোয়াড়দের সাফল্য নিয়ে আমরা আশাবাদী।”
আরও পড়ুনঃ KKR vs RR: কেকেআরের দ্বিতীয় ম্যাচেই বাদ ২ তারকা! জয়ে ফিরতে কোন চমক দেবে নাইটরা? জানুন বিস্তারিত
প্রতিযোগিতা চলাকালীন স্টেডিয়ামে প্রতিযোগী এবং দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা যায়। পদক তালিকায় বর্ধমান সদর উত্তর প্রথম স্থান অর্জন করেছে। এই সফল প্রতিযোগিতার মাধ্যমে জেলার ক্যারাটে খেলোয়াড়দের আগামী উচ্চস্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি ও সম্ভাবনা আরও দৃঢ় হল।
বনোয়ারীলাল চৌধুরী