একুশে জুলাইয়ের দিন শহীদ সমাবেশে যোগ দিতে নিজের রথ সাজিয়ে পানিহাটি থেকে ধর্মতলা যাবেন বছর ষাটের তৃণমূল নেতা তথা পৌর প্রধান ভাস্কর কুমার দত্ত। এবার আমার আপনার মনে প্রশ্ন জাগবে, নিজের রথ মানে কি? আসলে ভাস্কর বাবুর নিজের রথ মানে বিগত ১০ বছরের সঙ্গী নিজস্ব হুইল চেয়ার।
advertisement
বছর ষাটের বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রৌঢ় জানান, বিগত ১০ বছর ধরেই তিনি নিজস্ব হুইল চেয়ারে ভর দিয়েই, পুলিশের সহায়তা নিয়ে, পানিহাটির ১৮ নম্বর ওয়ার্ড থেকে বিটি রোডের পথ ধরে শহীদ মঞ্চে পৌঁছান। এ নিছক কোনও গল্প নয়। কলকাতার সড়ক পথের টানা কুড়ি ৩০ কিলোমিটার তাঁর ভরসা ওই হুইলচেয়ার। বিগত ১০ বছর ধরে এই তার জীবনের একমাত্র সত্য। তার এই একনিষ্ঠতা আবেগ রাজনৈতিক মহলের বেশ নজর কেড়েছে।
এদিকে শনিবার পানিহাটিতে এক পথসভা থেকে খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, পানিহাটির বিধায়ক তথা মুখ্য সচেতক নির্মল ঘোষ পৌরপ্রধান ভাস্কর কুমার দত্তকে একুশের মঞ্চে পৌঁছানোর উৎসাহ দেন। মঞ্চ থেকে মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবছর লাখ লাখ মানুষ জমায়েত হয় শহীদ বেদীর মঞ্চে। তবে ভাস্কর বাবুকে দেখে মনে হচ্ছে এই আবেগ কতটা গভীর। তিনি হুইল চেয়ার নিয়েও সমাবেশে যাচ্ছেন। এটাই আমাদের দলের আন্দোলনের আসল শক্তি। সত্যি এটাই যে না খোঁজ পাওয়া গল্পগুলোর মতোই এমন হাজারো ভাস্কর বাবু ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের সমাজে। চোখের পলক ফেললেই দলের এমন একনিষ্ঠ ভক্ত তথা আবেগঘন সমর্থক জুড়ি মেলা ভার।
শুভজিৎ সরকার