এ ব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, হাসপাতালের সুপার তাপস ঘোষ, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক, বিডিএর চেয়ারম্যান কাকলি তা গুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, চাইল্ড হাব তৈরির জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে। এর ফলে শিশু ও মায়েদের আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে।
advertisement
তিনি বলেন,মন্ত্রী বলেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা অনেক উন্নত হয়েছে। এখানের টেলি মেডিসিন পরিষেবা এক নম্বরে রয়েছে। ১৮ হাজার ১৪৩জন এই পরিষেবা পেয়েছে। করোনার সময় থেকে এই পরিষেবা চালু হয়েছে। বাড়িতে বসেই রোগীরা চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন। জেলার আরও কয়েকটি হাসপাতালে এই পরিষেবা চালু রয়েছে।
আরও পড়ুন - IND vs AUS: ধাঁই করে শূন্যে শরীরটা তুলে ভাসালেন, এক হাতে ধরে ফেললেন স্মিথ, রইল সুপার ভাইরাল ভিডিও
এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু অত্যাধুনিক মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালে রোগীর চাপ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসছেন। গতবছর মোট ১৫ লক্ষ ১৮ হাজার ৯৫১ জনের ল্যাব টেস্ট হয়েছে। ১২ হাজার ৪৯১ জনের এক্স-রে হয়েছে। ইউএসজি হয়েছে ৭৬ হাজার ৬৭১ জনের। ৬০ হাজার ৮৩৩জনের ইসিজি হয়েছে। ২২ হাজার ৭২১ জনের এমআরআই হয়েছে। একইভাবে অনাময় হাসপাতাল থেকেও বহু রোগী পরিষেবা পেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালের প্রতি রোগীদের আগ্রহ বাড়ছে। সে কারণেই রোগীর চাপ বেশি। তাদের যাতে সুষ্ঠু পরিষেবা দেওয়া যায় সে ব্যাপারে বাড়তি জোর দেওয়া হচ্ছে।
Saradindu Ghosh