সকাল ৭ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব ৷ কিন্তু ভোটগ্রহণ পর্বের সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের নওদার বিভিন্ন বুথে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ৷ ওয়ান শটার, পিস্তল নিয়ে দুষ্কৃতীরা বুথের আশেপাশে ঘুরে বেরাচ্ছে বলে অভিযোগ ৷ মুর্শিদাবাদের নওদায় নির্দল সমর্থককে গুলি খুনের অভিযোগ উঠল ৷ আমতলার পাটকেবাড়িতে খুন করা হয়েছে তাকে ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধেই ৷ নিহত তৃণমূল সমর্থকের নাম শায়েদ শেখ ৷
advertisement
নাকাশিপাড়ায় খুন করা হয় তৃণমূল কর্মীকে ৷ বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী ৷ অভিযোগ সিপিএমের বিরুদ্ধে ৷
আমডাঙায় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর ৷ বোমা নিয়ে যাওয়ার সময়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে তার ৷ মৃত সিপিএম কর্মীর নাম তৈমুর ৷ সিপিএম কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন কমিশন। সরকারের দেওয়া কোন আশ্বাসই কাজ করছে না। ঘনিষ্ঠ মহলে হতাশা প্রকাশ করলেন নির্বাচন কমিশনার অমেরন্দ্র সিং ৷ আমডাঙ্গার মৃত্যু নিয়ে রিপোর্ট চাইল কমিশন ৷
অপরদিকে, কুলতলির মেরিগঞ্জে টিএমসি এবং এসইউসি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চরমে ৷ মৃত টিএমসি সমর্থকের নাম আরিফ আলি গাজি শান্তিপুর ৷ গুলি করে খুন করা হয়েছে তাকে ৷ এমনটাই দাবি শাসকদের ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে ৷
বেলডাঙার সুজাপুরে বিজেপি কর্মী খুন ৷ বোমার আঘাতে খুন বিজেপি কর্মী ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে ৷
শান্তিপুরে নিহত তৃণমূল কর্মী ৷ দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ একইসঙ্গে ৩ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ হাসপাতালে মৃত্যু হয় সঞ্জিত প্রামাণিকের ৷ বাকিরা শান্তিপুর স্টেট জেনারেলে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে ৷