চার যুবক অবৈধভাবে কাঁটাতার পার করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। সেই সময় তাদের চারজনকে হাতেনাতে ধরে ফেলে রাণীনগর থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর দিতে না পারায় এবং বৈধ কাগজপত্র না দেখাতে পারায় চারজনকেই গ্রেফতার করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চার যুবক প্রায় ছয় মাস আগে অবৈধভাবে কাঁটাতার পার করে ভারতে প্রবেশ করেন এবং কেরলে রাজমিস্ত্রির কাজ করেন প্রায় ৬ মাস ধরে। বুধবার রাতে ওই চারজন রাণীনগর হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু সঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাশাপাশি অন্যদিকে ডোমকল থানার ভাতশালা এলাকায় ডোমকল থানার পুলিশ অভিযান চালিয়ে দুই অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করে। জানা যায়, কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিন দিন আগেই। মুর্শিদাবাদের পৃথক দুই জায়গা থেকে মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে চারজনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। আরও দুজনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়। ধৃতদের মধ্যে রাণীনগর থানা এলাকায় যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বৃহস্পতিবার লালবাগ মহকুম আদালত তোলা হয়। ডোমকল থানার পুলিশের হাতে গ্রেফতার ২ বাংলাদেশিকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। বাংলাদেশিরা কোথা থেকে কীভাবে অবৈধপথে ভারতে প্রবেশ করল! ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।