ধৃতদের কাছ থেকে ৫০ হাজার টাকার বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জুয়ার চক্রের মাথাদের ধরার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল গ্যাম্বলিং এন্ড প্রাইজ কম্পিটিশান আ্যকট ১৯৫৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার কাকদ্বীপ মহাকুমা আদালতে পেশ করা হয়েছে।
advertisement
জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেফতার করার পর আরও সক্রিয় হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার কাকদ্বীপের স্থানীয় একটি ক্লাবে অভিযান চালায়। সেখানে থেকে ধৃতদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের গ্রেফতার করার পর তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এলাকায় এরকম আর কতগুলি জুয়ার আসর বসছে তার খোঁজ নেওয়া শুরু হয়েছে। এই বিশাল চক্রের মাথাদের খোঁজে এলাকায় লাগাতার তল্লাশি চলবে বলে জানিয়েছে পুলিশ।
নবাব মল্লিক