এদিকে, ফাঁকা মদের বোতলের আড়ালে বহু মূল্যবান শেগুন কাঠ পাচারের ঘটনায় শোরগোল। মেঘালয় থেকে কলকাতা গামী ট্রাকের ভেতর থেকে কুড়ি লক্ষাধিক টাকার শেগুন কাঠ বাজেয়াপ্ত করল বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জ। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বন দফতর। ধৃত দুইজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। মেঘালয় থেকে ট্রাকে করে ফাঁকা মদের বোতলের আড়ালে শেগুন কাঠ নিয়ে কলকাতায় যাচ্ছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়ক থেকে ট্রাক সহ কাঠ বাজেয়াপ্ত করে বন দফতর।
advertisement
আরও পড়ুন: জেলাভিত্তিক সমীক্ষায় প্রবল উদ্বেগের ছবি, বাংলার করোনা-চিত্রে ভয়াবহ আশঙ্কা!
অপরদিকে, চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেগঙ্গার হাদিপুর শানপুকুর এলাকায়। দেগঙ্গা থানার পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসে দেগঙ্গা থানায়। ধৃতের নাম দেবব্রত পান্ডা। বাড়ি নদীয়া জেলায়। অভিযোগকারী মাফুজ মণ্ডলের দাবি, তাকে ব্যাঙ্কে চাকরি দেবে বলে ব্যারাকপুরে ইন্টারভিউ নিয়ে ৫০ হাজার টাকা জমা নিয়ে অফার লেটার দেয়, কথা হয় আরও ৫০ হাজার টাকা দিলে দিল্লি থেকে কাজে যোগ দেওয়ার চূড়ান্ত মেইল আসবে।
আরও পড়ুন: দেশে কার্যত নজিরবিহীন, উদ্বোধনের আগেই ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন
যুবক বাড়ি এসে সমস্ত নথি ঘেঁটে দেখেন, যে সংস্থায় তিনি টাকা দিয়েছেন সেটা ভুয়ো। সোমবার বাকি ৫০ হাজার টাকা নিতে এলে দেবব্রতকে আটকে রেখে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত এলাকাবাসী। অভিযোগ একাধিক যুবককে চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছেন অভিযুক্ত। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
