শহরের বড় বড় ফ্ল্যাট থেকে শুরু করে, নিজের বাড়িকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে কাঠের তৈরি বিভিন্ন ডিজাইন করা খাট, আলমারি , ড্রেসিং টেবিল সহ নানান আসবাপত্র ব্যবহার করা হয়।
তবে এই সমস্ত জিনিষ এই নকশা যা, আগেকার সময় কাঠের উপর ছাপ তুলে হাতে বাটালি’র সাহায্যে কাটা হতো। যা অনেকটা সময় সাপেক্ষ ।
advertisement
অর্থাৎ একটা খাট বা দরজার ডিজাইন করতে সময় আগে লেগে যেতো ৪-৫ দিন। তার উপরে লেবার চার্জ লাগতো অনেকটাই বেশি। তবে সেই সব ঝুঁকি আর নিতে হবে না।
সেখানে মাত্র ৫০০ থেকে ১০০০ টাকার বিনিময়ে ডিজাইন অনুযায়ী মিলে যাবে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে উন্নত প্রযুক্তি এবং উন্নত মানের মেশিনের সাহায্যে সেই কাজ করা টাও অনেক টা সহজ হয়েছে ৷
আগে যে কাজটি করতে সময় লাগছিল ৪-৫ দিন, এখন সেই কাজটি মাত্র ১০ মিনিটে করা সম্ভব। আর তাই এত কম সময় এবং কম টাকার বিনিময়ে মেলাতে চাহিদা ও বাড়ছে। মুলত এই মেশিনটাকে বলা হয় সি এম সি ডিজাইন মেশিন বলা হয়।
মূলত এই মেশিনটি আনুমানিক দাম প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা। তবে সব মিস্ত্রিদের পক্ষে কেনা অসম্ভব হলেও। এই মেশিনে দিয়েই মিস্ত্রিরা তারা ডিজাইন তুলে কম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারো। এভাবেই কম সময়ের মধ্যেই যে কোন ডিজাইন তৈরির ছবি ধরা পড়লো।
সুমন সাহা