TRENDING:

জলস্তর বেড়ে যাওয়ায় ৫ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি

Last Updated:

গত কয়েকদিন ধরে প্রবল বর্ষায় বেহাল অবস্থা হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ তার মধ্যেই ডিভিসির জল ছাড়ায় নতুন করে চিন্তার ভাঁজ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত কয়েকদিন ধরে প্রবল বর্ষায় বেহাল অবস্থা হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ তার মধ্যেই ডিভিসির জল ছাড়ায় নতুন করে চিন্তার ভাঁজ ৷ ৫ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি ৷ তবে, এতে প্লাবন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই দাবি করল ডিভিসি কর্তৃপক্ষ ৷
advertisement

মাইথন জলাধার থেকে ২ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি ৷ ডিভিসি-র তরফ থেকে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারনে মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর বেশ কিছুটা বেড়ে যাওয়ার কারনে এই জল ছাড়া হয়েছে। তবে এই ছাড়ার ফলে কোনো প্লাবনের আশঙ্কা নেই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আজ শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহ শেষেও মিলছে না বৃষ্টির হাত থেকে রেহাই ৷ আজও রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়ায় ৷ এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, ঝাড়গ্রাম, পঃ মেদিনীপুর,পঃ বর্ধমানেও ৷ সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে বাড়তে ফের জল ছাড়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে, এর থেকে বেশি জল ছাড়লে সমস্যায় পড়তে পারেন স্থানীয় বাসিন্দারা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলস্তর বেড়ে যাওয়ায় ৫ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি